নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৭:৩১ আপডেট: : ২১ জুন ২০২৫, ১৭:৪২
নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু। ছবি: বাসস

নীলফামারী, ২১ জুন ২০২৫ (বাসস): নীলফামারী জেলায় গতকাল থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এই টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আনাম, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘তৃণমূল থেকে ভালো খেলোয়াড় বাছাই এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে। আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এই টুর্নামেন্টের মধ্যদিয়ে সে যাত্রা শুরু হলো’।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলার ছয় উপজেলার একটি করে ও নীলফামারী এবং সৈয়দপুর পৌরসভা থেকে একটি করে মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে ৫০ হাজার এবং রানার্স-আপ দল পাবে ৩০ হাজার টাকা। 

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ৩০ জুন। 

উদ্বোধনী ম্যাচে নীলফামারী পৌরসভা ও ডিমলা উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
১০