নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৭:৩১ আপডেট: : ২১ জুন ২০২৫, ১৭:৪২
নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু। ছবি: বাসস

নীলফামারী, ২১ জুন ২০২৫ (বাসস): নীলফামারী জেলায় গতকাল থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এই টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আনাম, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘তৃণমূল থেকে ভালো খেলোয়াড় বাছাই এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে। আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এই টুর্নামেন্টের মধ্যদিয়ে সে যাত্রা শুরু হলো’।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলার ছয় উপজেলার একটি করে ও নীলফামারী এবং সৈয়দপুর পৌরসভা থেকে একটি করে মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে ৫০ হাজার এবং রানার্স-আপ দল পাবে ৩০ হাজার টাকা। 

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ৩০ জুন। 

উদ্বোধনী ম্যাচে নীলফামারী পৌরসভা ও ডিমলা উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০