টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৭:০৭

সিরাজগঞ্জ, ২২ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রোববার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ক্রিকেট কার্নিভালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১২ বছরের ৩২ জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়।

বিসিবির সিরাজগঞ্জ জেলা ক্রিকেট প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ১০ ওভারে দুই ইনিংসের খেলায় পর্যায়ক্রমে ৩২ জন ক্ষুদে খেলোয়াড় অংশ নিয়ে ক্রিকেট উৎসবে মেতে ওঠে।

প্রধান অতিথি হিসেবে ৩২ জন ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম, বিসিবির ক্রিকেট প্রশিক্ষক আবদুল্লাহ আল মামুন, ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ, শারীরিক শিক্ষক মোখলেসুর রহমান, ক্রিকেট প্রশিক্ষক মাহমুদ।

দশম দেশ হিসেবে ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। 

১০ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় নিজেদের প্রথম টেস্ট ম্যাচে অংশ নিয়েছিল বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০