টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় উৎসব

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৯:২৭

নওগাঁ, ২২ জুন ২০২৫ (বাসস) : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় হয়ে গেল দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল।

আজ রোববার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এই কার্নিভালের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, সুমন আলী, মেহেদী হাসান, সহকারি কোচ সেলিম হোসেন সরদারসহ অন্যান্যরা।

দিনব্যাপী এই উৎসবে শিশু ক্রিকেটারদের উচ্ছ্বাস আর সাদা পোশাকের ক্রিকেটীয় প্রতিভায় মুখর ছিলো স্টেডিয়ামটি। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আগত ক্ষুদে ক্রিকেটাররা দুইটি গ্রুপে ৬টি দলে বিভক্ত হয়ে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

এই ধরনের আয়োজনের অংশ নিতে পেরে দারুণ আনন্দিত ক্ষুদে ক্রিকেটার রাব্বানী। বড় হয়ে বাংলাদেশ টেস্ট দলে খেলার স্বপ্নে বিভোর রাব্বানী বলেন, ‘আমি বড় হয়ে জাতীয় দলে খেলতে চাই, বিশেষ করে টেস্টে। সাদা পোশাকে খেলাটা স্বপ্ন। আমার আইডল হলেন মুশফিকুর রহিম। আমি তার মতো ক্রিকেটার হতে চাই।’

টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন বলে জানান আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০