টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় উৎসব

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৯:২৭

নওগাঁ, ২২ জুন ২০২৫ (বাসস) : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় হয়ে গেল দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল।

আজ রোববার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এই কার্নিভালের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, সুমন আলী, মেহেদী হাসান, সহকারি কোচ সেলিম হোসেন সরদারসহ অন্যান্যরা।

দিনব্যাপী এই উৎসবে শিশু ক্রিকেটারদের উচ্ছ্বাস আর সাদা পোশাকের ক্রিকেটীয় প্রতিভায় মুখর ছিলো স্টেডিয়ামটি। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আগত ক্ষুদে ক্রিকেটাররা দুইটি গ্রুপে ৬টি দলে বিভক্ত হয়ে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

এই ধরনের আয়োজনের অংশ নিতে পেরে দারুণ আনন্দিত ক্ষুদে ক্রিকেটার রাব্বানী। বড় হয়ে বাংলাদেশ টেস্ট দলে খেলার স্বপ্নে বিভোর রাব্বানী বলেন, ‘আমি বড় হয়ে জাতীয় দলে খেলতে চাই, বিশেষ করে টেস্টে। সাদা পোশাকে খেলাটা স্বপ্ন। আমার আইডল হলেন মুশফিকুর রহিম। আমি তার মতো ক্রিকেটার হতে চাই।’

টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন বলে জানান আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০