টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে সিলেটে ক্রিকেট উৎসব

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৪৩

সিলেট, ২৩ জুন ২০২৫ (বাসস) : টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্রিকেট উৎসব। এই বর্ণিল আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বিসিবি কাজ করছে। তিনি ক্রিকেট ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ, নারী ক্রিকেটের উন্নয়নসহ নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন।

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পঁচিশ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে মুখর ছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করেন শতাধিক ক্ষুদে ক্রিকেটার। অনেক অভিভাবকও অংশ নেন ক্রিকেট বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণে।

আয়োজনে ছিল স্পিন ও পেস বোলার হান্ট, কমেন্ট্রি বুথে ঐতিহাসিক মুহূর্তে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা, হিট দ্য স্ট্যাম্প প্রতিযোগিতা এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গৌরবগাথা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এই আয়োজনকে ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কোচ ও অভিভাবকরা। তাদের দাবি, এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে জাতীয় দলের সম্ভাবনাময় তারকারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, এই অঞ্চলের ক্রিকেট উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

দিনশেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় রঙিন এই আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬
টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ জন গ্রেফতার 
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা
ময়মনসিংহে বিনার বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালার উদ্বোধন
সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আনসারদের প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
১০