টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে সিলেটে ক্রিকেট উৎসব

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৪৩

সিলেট, ২৩ জুন ২০২৫ (বাসস) : টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্রিকেট উৎসব। এই বর্ণিল আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বিসিবি কাজ করছে। তিনি ক্রিকেট ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ, নারী ক্রিকেটের উন্নয়নসহ নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন।

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পঁচিশ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে মুখর ছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করেন শতাধিক ক্ষুদে ক্রিকেটার। অনেক অভিভাবকও অংশ নেন ক্রিকেট বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণে।

আয়োজনে ছিল স্পিন ও পেস বোলার হান্ট, কমেন্ট্রি বুথে ঐতিহাসিক মুহূর্তে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা, হিট দ্য স্ট্যাম্প প্রতিযোগিতা এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গৌরবগাথা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এই আয়োজনকে ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কোচ ও অভিভাবকরা। তাদের দাবি, এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে জাতীয় দলের সম্ভাবনাময় তারকারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, এই অঞ্চলের ক্রিকেট উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

দিনশেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় রঙিন এই আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০