টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে সিলেটে ক্রিকেট উৎসব

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৪৩

সিলেট, ২৩ জুন ২০২৫ (বাসস) : টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্রিকেট উৎসব। এই বর্ণিল আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বিসিবি কাজ করছে। তিনি ক্রিকেট ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ, নারী ক্রিকেটের উন্নয়নসহ নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন।

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পঁচিশ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে মুখর ছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করেন শতাধিক ক্ষুদে ক্রিকেটার। অনেক অভিভাবকও অংশ নেন ক্রিকেট বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণে।

আয়োজনে ছিল স্পিন ও পেস বোলার হান্ট, কমেন্ট্রি বুথে ঐতিহাসিক মুহূর্তে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা, হিট দ্য স্ট্যাম্প প্রতিযোগিতা এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গৌরবগাথা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এই আয়োজনকে ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কোচ ও অভিভাবকরা। তাদের দাবি, এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে জাতীয় দলের সম্ভাবনাময় তারকারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, এই অঞ্চলের ক্রিকেট উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

দিনশেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় রঙিন এই আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে বিশ্ব শিশু দিবস পালিত
বগুড়ায় সাড়ে নয় লাখ শিশু টাইফয়েড টিকার আওতায় 
নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট শুরু
রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় খনি ধসে নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার
আ. লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান: জনগণই সবচেয়ে বড় বিচারক
মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ 
ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড 
খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
১০