টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে সুনামগঞ্জে ক্রিকেট উৎসব

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৭:২৫ আপডেট: : ২৪ জুন ২০২৫, ১৮:১৩

সুনামগঞ্জ, ২৪ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল গতকাল সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় এর খেলার মাঠে এই কার্নিভালের উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন, বিসিবি কাউন্সিলর রেজওয়ানুল হক রাজা।

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে মুখর ছিল সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠ।
সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করেন ক্ষুদে ক্রিকেটাররা। অনেক অভিভাবকও প্রাথমিক ক্রিকেট কৌশল ও এবং খেলার মূল ধারণা সম্পর্কে অবহিত হয়েছেন। 

এ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে ছিল স্পিন ও পেস বোলার হান্ট, কমেন্ট্রি বুথে ঐতিহাসিক মুহূর্তে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা, হিট দ্য স্ট্যাম্প প্রতিযোগিতা এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গৌরবগাথা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এই আয়োজনকে ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের মতে এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে জাতীয় দলের সম্ভাবনাময় তারকারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০