রংপুরে ক্রিকেট এগিয়ে নিতে চায় বিসিবি

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৯:৫৯

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

স্থানীয় ক্রিকেট গার্ডেনের আউট ফিল্ড দেখে হতাশা প্রকাশ করেন বোর্ড সভাপতি আমিনুল। তিনি বলেন, ক্রিকেট মাঠের জন্য এ ধরনের আউট ফিল্ড কখনও গ্রহণযোগ্য নয়। এখানে অনেক ভালো করার সুযোগ আছে।

বিভাগীয় শহর হওয়ার পরও রংপুরে বিভাগীয় স্টেডিয়াম-ইনডোরসহ অনেক কিছুই নেই- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন, সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করব। এটি দুঃখজনক।

ক্রিকেটে টেস্ট মর্যাদা অর্জনে বাংলাদেশের ২৫ বছর পূর্তি রংপুর ক্রিকেট গার্ডেনে দিনব্যাপী আয়োজিত উৎসবে এসব কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল।

বুলবুল বলেন, ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক নয়। সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ভালো মানের খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল শুধরিয়ে নতুন ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ।

একইসাথে রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমিসহ খেলোয়াড়দের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন বোর্ড সভাপতি।

এ সময় তিনি আরো বলেন, সারাদেশের অন্যান্য বিভাগীয় শহরের মতো রংপুরও সে-সব সুবিধা পাওয়ার অধিকার রাখে। কারণ রংপুর থেকে বেশ কিছু ক্রিকেটার জাতীয় দলে প্রতিনিধিত্ব করছে। এখানকার ক্রিকেটারদের মেধা রয়েছে। সেই মেধার মূল্যায়ন অবশ্যই বিসিবি করবে।

এদিকে গত ৫ বছরেও রংপুরে কোন লিগ, টুনামেন্ট হয়নি। এ বিষয়ে আমিনুল বলেন, ‘আগে কি হয়েছে জানি না তবে এখন পর্যায়ক্রমে সব কিছু করা হবে। কোন অঞ্চলই অবহেলিত থাকবে না। সব অঞ্চলের খেলোয়াড়দের মূল্যায়নের আওতায় আনা হবে। সব বিভাগেই হবে বয়স ভিত্তিক লিগ, টুর্নামেন্ট।

পরে জেলা ও বিভাগীয় প্রশাসনের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি। অভিভাবকদের সাথে কথা বলেন তিনি। এ ছাড়া স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের সাথে কথা বলে তাদেরকে উৎসাহিত করেন আমিনুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০