রংপুরে ক্রিকেট এগিয়ে নিতে চায় বিসিবি

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৯:৫৯

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস) : রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

স্থানীয় ক্রিকেট গার্ডেনের আউট ফিল্ড দেখে হতাশা প্রকাশ করেন বোর্ড সভাপতি আমিনুল। তিনি বলেন, ক্রিকেট মাঠের জন্য এ ধরনের আউট ফিল্ড কখনও গ্রহণযোগ্য নয়। এখানে অনেক ভালো করার সুযোগ আছে।

বিভাগীয় শহর হওয়ার পরও রংপুরে বিভাগীয় স্টেডিয়াম-ইনডোরসহ অনেক কিছুই নেই- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন, সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করব। এটি দুঃখজনক।

ক্রিকেটে টেস্ট মর্যাদা অর্জনে বাংলাদেশের ২৫ বছর পূর্তি রংপুর ক্রিকেট গার্ডেনে দিনব্যাপী আয়োজিত উৎসবে এসব কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল।

বুলবুল বলেন, ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক নয়। সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ভালো মানের খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল শুধরিয়ে নতুন ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ।

একইসাথে রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমিসহ খেলোয়াড়দের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন বোর্ড সভাপতি।

এ সময় তিনি আরো বলেন, সারাদেশের অন্যান্য বিভাগীয় শহরের মতো রংপুরও সে-সব সুবিধা পাওয়ার অধিকার রাখে। কারণ রংপুর থেকে বেশ কিছু ক্রিকেটার জাতীয় দলে প্রতিনিধিত্ব করছে। এখানকার ক্রিকেটারদের মেধা রয়েছে। সেই মেধার মূল্যায়ন অবশ্যই বিসিবি করবে।

এদিকে গত ৫ বছরেও রংপুরে কোন লিগ, টুনামেন্ট হয়নি। এ বিষয়ে আমিনুল বলেন, ‘আগে কি হয়েছে জানি না তবে এখন পর্যায়ক্রমে সব কিছু করা হবে। কোন অঞ্চলই অবহেলিত থাকবে না। সব অঞ্চলের খেলোয়াড়দের মূল্যায়নের আওতায় আনা হবে। সব বিভাগেই হবে বয়স ভিত্তিক লিগ, টুর্নামেন্ট।

পরে জেলা ও বিভাগীয় প্রশাসনের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি। অভিভাবকদের সাথে কথা বলেন তিনি। এ ছাড়া স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের সাথে কথা বলে তাদেরকে উৎসাহিত করেন আমিনুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০