শেষ হল ক্রিকেটে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৯:৪৫ আপডেট: : ২৯ জুন ২০২৫, ১৯:৫৩

ঢাকা, ২৯ জুন ২০২৫ (বাসস) : টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর  বা রজতজয়ন্তী  উদযাপনের  শেষ দিন আজ আবারো ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠানটির উদ্বোধন করেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বিসিবি সভাপতি আমিনুল ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। বরিশাল পর্ব দিয়ে শেষ হল টেস্ট মর্যাদার ২৫ বছর উদযাপনের অনুষ্ঠান।

অনুষ্ঠানে আমিনুল বলেন, ‘আমরা ক্রিকেটকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এজন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘আমরা চাইনা উদীয়মান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য ঢাকায় আসুক। আমরা প্রতিটি বিভাগ এবং জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা তৈরি করতে চাই যাতে তারা নিজ মাঠে তাদের প্রতিভা বিকশিত করতে পারে।’

আমিনুল জানান, বিসিবি প্রতিটি উপজেলায় কোচ নিয়োগের পাশাপাশি অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করবে যাতে তৃণমূল পর্যায়ের ক্রিকেটাররা ঢাকার একজন ক্রিকেটারের মতো একই সুযোগ সুবিধা পায়।

তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট পাইপলাইনকে আরও শক্তিশালী করাটা এখন অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ে আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমরা একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে তাদের দক্ষতা তুলে ধরতে চাই।’

বরিশাল থেকে উঠে আসা জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, ফজলে রাব্বির মতো ব্যক্তিরা বিশেষ অতিথি হিসেবে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ২১ জুন খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয় দেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপনের এই অনুষ্ঠান। এরপর রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা এবং রংপুরের অনুষ্ঠিত হয়। বরিশাল দিয়ে পর্দা নামল রজতজয়ন্তী অনুষ্ঠানের।

এই ঐতিহাসিক মাইলফলক স্মরণীয় করে রাখতে বিসিবি সারা দেশের বিভাগীয় শহরে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো এবং সমাজের সকল স্তরের মানুষের মধ্যে আনন্দ-উন্মাদনা ছড়িয়ে দেওয়া। 

বিভাগীয় শহরগুলোতে তৃণমূল পর্যায়ের ক্রিকেট এবং ইন্টারেক্টিভ ভক্তদের অভিজ্ঞতার পাশাপাশি টুর্নামেন্ট এবং উৎসবের আয়োজন করা হয়। 

এর মাঝেই গত ২৬ জুন বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের নিয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠানেরও আয়োজন করে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মহিষ আটক
জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা
সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান অস্বীকৃতি জানালে সরকার নতুন অপারেটর খুঁজবে 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 
মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
আগামীকাল নেত্রকোনায় দুদকের ১৮৩তম গণশুনানি
১০