শেষ হল ক্রিকেটে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৯:৪৫ আপডেট: : ২৯ জুন ২০২৫, ১৯:৫৩

ঢাকা, ২৯ জুন ২০২৫ (বাসস) : টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর  বা রজতজয়ন্তী  উদযাপনের  শেষ দিন আজ আবারো ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠানটির উদ্বোধন করেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বিসিবি সভাপতি আমিনুল ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। বরিশাল পর্ব দিয়ে শেষ হল টেস্ট মর্যাদার ২৫ বছর উদযাপনের অনুষ্ঠান।

অনুষ্ঠানে আমিনুল বলেন, ‘আমরা ক্রিকেটকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এজন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘আমরা চাইনা উদীয়মান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য ঢাকায় আসুক। আমরা প্রতিটি বিভাগ এবং জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা তৈরি করতে চাই যাতে তারা নিজ মাঠে তাদের প্রতিভা বিকশিত করতে পারে।’

আমিনুল জানান, বিসিবি প্রতিটি উপজেলায় কোচ নিয়োগের পাশাপাশি অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করবে যাতে তৃণমূল পর্যায়ের ক্রিকেটাররা ঢাকার একজন ক্রিকেটারের মতো একই সুযোগ সুবিধা পায়।

তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট পাইপলাইনকে আরও শক্তিশালী করাটা এখন অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ে আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমরা একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে তাদের দক্ষতা তুলে ধরতে চাই।’

বরিশাল থেকে উঠে আসা জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, ফজলে রাব্বির মতো ব্যক্তিরা বিশেষ অতিথি হিসেবে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ২১ জুন খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয় দেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপনের এই অনুষ্ঠান। এরপর রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা এবং রংপুরের অনুষ্ঠিত হয়। বরিশাল দিয়ে পর্দা নামল রজতজয়ন্তী অনুষ্ঠানের।

এই ঐতিহাসিক মাইলফলক স্মরণীয় করে রাখতে বিসিবি সারা দেশের বিভাগীয় শহরে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো এবং সমাজের সকল স্তরের মানুষের মধ্যে আনন্দ-উন্মাদনা ছড়িয়ে দেওয়া। 

বিভাগীয় শহরগুলোতে তৃণমূল পর্যায়ের ক্রিকেট এবং ইন্টারেক্টিভ ভক্তদের অভিজ্ঞতার পাশাপাশি টুর্নামেন্ট এবং উৎসবের আয়োজন করা হয়। 

এর মাঝেই গত ২৬ জুন বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের নিয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠানেরও আয়োজন করে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০