দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ‘তারুণ্যের উৎসব’ ক্রিকেট অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৯:১৩
ছবি : বাসস

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ আন্তঃ টেকনোলজি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

আজ সোমবার দুপুরে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘তারুণ্যের উৎসব’ আন্তঃ টেকনোলজি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আবু সাইম জাহান, বিভিন্ন টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।  

আন্তঃ টেকনোলজি ক্রিকেট টুর্নামেন্টে দু'টি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। ‘এ’ গ্রুপে সিভিল, মেকানিক ও ইলেকট্রিক টেকনোলজি এবং ‘বি’ গ্রুপে কম্পিউটার, পাওয়ার ও আর্কিটেকচার টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

আজ অনুষ্ঠিত ফাইনালে  চ্যাম্পিয়ন হয় ‘এ’ গ্রুপ ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল বলেন, মাদক-মুক্ত শিক্ষাঙ্গণ গড়তে এবং মাদকমুক্ত একটি সমাজ গঠন করতে আমাদের খেলাধুলার প্রতি মনোযোগী হওয়া  প্রয়োজন। এই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকার চেষ্টা করছি। শুধু উদ্যোগ নিলেই হবে না। শিক্ষার্থীদের খেলাধুলার মনোভাব তৈরি করতে এবং মাঠে খেলার পরিবেশ তৈরি করতে আমাদের শিক্ষক এবং অভিভাবক প্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। সেই সাথে সমাজের ও এলাকার সকল স্তরে খেলাধুলার পরিবেশ তৈরি করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তবেই সম্ভব হবে মাদকমুক্ত একটি সমাজ গঠন করা।’

টুর্নামেন্টে অংশগ্রহণকারী রাজিব হাসান বলেন, ‘আমরা এ ধরনের খেলাধুলা আয়োজনের মাধ্যমে নিজেদের শারীরিক ভাবে সুস্থ জীবনে অগ্রগামী হতে পারবো বলে আশা করছি। 

শিক্ষার্থী নয়ন বলেন, ‘লেখা পড়ার পাশাপাশি এ ধরনের আয়োজন চলমান থাকলে, শিক্ষার্থী, তরুণ ও যুবকেরা তারুণ্যের উৎসবে মেতে উঠবে। 

আরেক শিক্ষার্থী ফয়সাল বলেন, এ ধরনের আয়োজনের কারণে তরুণ শিক্ষার্থীরা মাদক গ্রহণের পথ থেকে ফিরে আসতে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় লন্ডনের কূটনৈতিক মিশনগুলোর শোক প্রকাশ
৩ আগস্ট শহীদ মিনার থেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করা হবে : নাহিদ ইসলাম
চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর
বিমান বিধ্বস্তের ঘটনায় রোগীদের অবস্থার উন্নতি হচ্ছে : ডা. নাসির উদ্দীন
আগামীকাল কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি
৩৮তম সেঞ্চুরিতে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রুট
তারেক রহমানকে নিয়ে তরুণ প্রজন্ম দেশ গড়ার স্বপ্ন দেখছে: শাহজাহান মিঞা
সীমান্তে দুইজন হত্যা করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : খেলাফত মজলিশ
১০