নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০:৫৩

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বিকেলে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত ফাইনালে সৈয়দপুর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারী পৌরসভা ফুটবল দল।

অংকুর সীড এন্ড হিমাগার, ব্লিং লেদার প্রোডাক্টস ও সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। 

গত ২০ জুন শুরু হওয়া টুর্নামেন্টে জেলার ছয় উপজেলা এবং নীলফামারী ও সৈয়দপুর পৌরসভাসহ মোট আটটি দল অংশ নেয়। 

ফাইনালে নীলফামারী পৌরসভার পক্ষে নীলফামারী ক্যাপিটালস এবং সৈয়দপুর উপজেলার পক্ষে সৈয়দপুর সুপার কিংস দল মুখোমুখি হয়।

প্রথমার্ধে কোন দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে দীপক চন্দ্র রায়ের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয়  নীলফামারী ক্যাপিটালস( নীলফামারী পৌরসভা)।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক ও নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, ব্লিং লেদার প্রোডাক্টস এর মহা ব্যবস্থাপক খালিদ আহসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০