হাবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টে থান্ডর ব্লেডস টিম চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:১৪ আপডেট: : ২৪ জুলাই ২০২৫, ১৮:২০
ছবি : বাসস

দিনাজপুর, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : দিনাজপুর  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবিতে "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে থান্ডার ব্লেডস টিম।

আজ তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে থান্ডার ব্লেডস ৪-২ গোলে ইয়াং স্টার টিমকে পরাজিত করে শিরোপা জয় করে।

নির্ধারিত সময়ের ম্যাচটি গোলশুন্য ড্র ছিল। অতিরিক্ত ১০ মিনিটেও কোন দল গোল করতে না পারায় ম্যাচের ফলাফল নিষ্পত্তির জন্য টাইব্রেকারের প্রয়োজন হয়।  

ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী থান্ডার ব্লেডসের গোলরক্ষক আব্দুল্লাহ। 

সর্বোচ্চ ৫ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন থান্ডার ব্লেডসের অধিনায়ক মাহমুদুল হাসান নোমান । অধিনায়ক হিসাবে তার এই প্রাপ্তি দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে ।

বিজয়ী টিম থান্ডার ব্লেডসের অধিনায়ক মাহমুদুল হাসান নোমান বলেন, "ক্যাম্পাসে বেশির-ভাগ খেলায় শিরোপা অর্জন করেছি । তবে প্রথমবারের মত আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে এই ফুটবলের ট্রফিটা স্মরণীয় হয়ে থাকবে। শেষ মুহূর্তে স্বপ্নপূরণ হয়েছে, যা আমার জন্য আনন্দের এবং গর্বের। অধিনায়ক হিসেবে এই জয় আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই বিজয়টি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে উৎসর্গ করছি। তাঁদের প্রতি আমাদের তরুণ খেলোয়াড়দের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইলো ।"

ফাইনাল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১ এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্লা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মহান এক ব্যক্তি এদেশে সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় তিনি আনন্দিত। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিজেদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেককে খেলাধুলায় নিয়োজিত থাকার পরামর্শ দেন। 

তিনি আরো বলেন,  প্রত্যেক শিক্ষার্থীকেই সুস্থ জীবনের জন্য খেলাধুলা চর্চা অবশ্যই করতে হবে। এ ধরনের খেলাধুলার আয়োজন বিশেষ করে ‘তারুণ্যের উৎসব’ সারা বছর যেন চালু থাকে, সে বিষযয়ে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটেনের রাজা
মনোরেল চালু হলে নগরবাসী যানজটমুক্ত গণপরিবহন সুবিধা পাবে : চসিক মেয়র
ইউক্রেন সফরে জার্মানির অর্থমন্ত্রী
রাঙ্গামাটিতে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা 
চট্টগ্রামে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর
প্রথমবারের মত ভারতকে হোয়াইটওয়াশের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক : শফিকুল আলম
মিয়ানমারে অভিযান থেকে বাঁচতে সহস্রাধিক লোকের থাইল্যান্ডে অনুপ্রবেশ
১০