রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শনিবার শুরু

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৫৩ আপডেট: : ১৪ আগস্ট ২০২৫, ১৯:৩৮
ছবি : বাসস

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে  ‘রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫’। 

এ উপলক্ষ্যে আজ বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় সার্ভিসেস সংস্থা, বিশ্ববিদ্যালয় ও জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে সর্বমোট ১৯টি নারী হ্যান্ডবল দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি ২টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের খেলাগুলো আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে। প্রথম পর্বের দলগুলো হচ্ছে :

গ্রুপ-ক : বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, বরগুনা জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা 

গ্রুপ-খ : বাংলাদেশ পুলিশ, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা, বর্ডার গার্ড বাংলাদেশ, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।

দ্বিতীয় পর্বের খেলাগুলো আগামী ২০ আগষ্ট থেকে শুরু হবে। দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী দলগুলো হলো :

গ্রুপ-গ : জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা

গ্রুপ-ঘ : যশোর জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

চার গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে মুখোমুখি হবে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় প্রতিযোগিতা ‘‘আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা’’ কমিটির আহবায়ক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ও জাতীয় প্রতিযোগিতা ‘‘আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা’’ কমিটির সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা, ফেডারেশনের সদস্য ও যুগ্ম সদস্য সচিব মো: মকবুল হোসেন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো: শাহরিয়ার আলম।

নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় এবার প্রথমবারের মত চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা, রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জনকারী দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে দেয়া হচ্ছে।
 
প্রথম থেকে অষ্টম স্থান অর্জনকারী ৮টি দলকে ১০ হাজার টাকা করে উৎসাহ ভাতা, সেরা খেলোয়াড়কে ৫ হাজার টাকা এবং সেরা দুই রেফারিকে ২ হাজার টাকা করে প্রদান করা হবে। 

এছাড়াও প্রথমবারের মত প্রতি দলের ১৪ জন করে খেলোয়াড়কে ম্যাচ প্রতি একশত টাকা করে প্রদান করা হবে। 

জাতীয় নারী প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে রোববার বিকাল ৪:৩০ মিনিটে। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো: আলী হোসেন ফকির এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো: শাহরিয়ার আলম। 

প্রতিযোগিতার সকল খেলা https://www.facebook.com/bdhandball.official পেজ হতে সরাসরি সম্প্রচার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০