প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের সার্ফাররা

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:১৮ আপডেট: : ১৭ আগস্ট ২০২৫, ১৯:২১
ছবি : বাসস

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ সার্ফিং দল। ২০২৬ সালে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে সরাসরি অংশ নেবে লাল-সবুজের তরুণ সার্ফাররা।

বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের তামিলনাড়ুতে সদ্যসমাপ্ত ‘চতুর্থ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জণ করে বাংলাদেশ।

ভারতের তামিলনাড়ুর সমুদ্র সৈকতে গত ৩-১২ আগস্ট অনুষ্ঠিত হয় এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেয় ১৮টি দেশ। বাংলাদেশ থেকে অংশ নেয়া ৫ জন সার্ফার হলেন : মোহাম্মদ মান্নান, হাসান, ইউনুস, মাহিমা আক্তার মিলি ও ফাতেমা আকতার। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোকে টপকে বাংলাদেশ অর্জন করে সম্মানজনক ৯ম স্থান। এই সাফল্য থেকেই বাংলাদেশ পায় এশিয়ান গেমস ২০২৬ এর টিকেট। 

দেশে ফিরেই বিশ্রামের সুযোগ নেই লাল-সবুজের সার্ফারদের। কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয়েছে কঠোর অনুশীলন। কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে প্রতিদিনই ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করছেন মান্নান-হাসানরা। লক্ষ্য একটাই-এশিয়ান গেমসে দেশের জন্য সম্মান বয়ে আনা।

এ সম্পর্কে বাংলাদেশ জাতীয় সার্ফিং দলের কোচ রাশেদ আলম বলেন, ‘সার্ফাররা এবার চ্যাম্পিয়নশিপে ভালো করেছে বলেই এশিয়ান গেমসে জায়গা পেয়েছে। এটা বিশাল এক অর্জন। এখন থেকে কঠোর অনুশীলন শুরু হয়েছে। সার্ফারদের স্কিল বাড়াতে প্রতিনিয়ত কাজ চলছে।’

নারী সার্ফার ফাতেমা আকতার বলেন, ‘ছয় বছর ধরে সার্ফিং করছি। প্রথমবার আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। ওখানে ঢেউগুলো ছিল পয়েন্ট ব্রেক, আর আমাদের কক্সবাজারে বিচ ব্রেক, তাই কিছুটা সমস্যা হয়েছে। তবে আমরা আত্মবিশ্বাসী, আমরাও একদিন জিতব।’

মাহিমা আক্তার মিলি বলেন, ‘প্রথমবারেই অনেক অভিজ্ঞতা হলো। এখন লক্ষ্য আরও সামনে এগিয়ে যাওয়া, দেশের জন্য জয় ছিনিয়ে আনা।’

মোহাম্মদ মান্নান, হাসান ও ইউনুস জানিয়েছেন এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ শেষ করে সদ্য তারা দেশে ফিরেছেন। ভারতে নিজেদের পারফরম্যান্সে খুশি তারা। এখন তাদের স্বপ্ন- এশিয়ান গেমসে ভালো কিছু করা এবং বাংলাদেশকে সার্ফিংয়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচিত করা। সে লক্ষ্য নিয়েই কক্সবাজার সমুদ্র সৈকতে প্রস্তুতি নিচ্ছেন তারা।

বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ‘সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। তবে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার। একইসাথে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনেরও সহযোগিতা কাম্য।’ 

এসোসিয়েশনের টিম লিডার মো. সাইফুল্লাহ সিফাত বলেন, ‘অনেক চ্যালেঞ্জ পেরিয়ে আজ আমরা এখানে। এশিয়ান গেমসে জায়গা পাওয়া বিশাল অর্জন। আন্তর্জাতিক সার্ফিং ফেডারেশনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেছে, এখন লক্ষ্য আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়া।’

২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। সেখানে প্রথমবারের মতো লাল-সবুজের সার্ফাররা দেশের প্রতিনিধিত্ব করবেন। জাতীয় পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই অর্জন। তরুণ সার্ফারদের এই সাফল্য হয়তো একদিন সার্ফিংকেও বাংলাদেশের মূলধারার খেলায় পরিণত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু
চাহিদা মেটাতে এলএনজি ক্রয় করবে সরকার
শাস্তির কবলে দক্ষিণ আফ্রিকা
পুরোনো ঘটনার ভিডিও ছড়িয়ে ডাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ইসরাইল সীমান্তে হিজবুল্লাহকে নিরস্ত্র করবে লেবানন: লেবাননের পররাষ্ট্র মন্ত্রী
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৮৭ জন হাসপাতালে ভর্তি 
আইএমও নির্বাচনে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সমর্থন চান নৌ-পরিবহন উপদেষ্টা
খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০