ব্রহ্মপুত্র জোনে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন স্বাগতিক টাঙ্গাইল

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:০৪

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের  ব্রহ্মপুত্র জোনে দ্বিমুকুট জিতেছে স্বাগতিক টাঙ্গাইল। 

রোববার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। 

পুরুষদের ফাইনালে টাঙ্গাইল ২৯-২৭ পয়েন্টে হারিয়েছে ময়মনসিংহকে। অন্যদিকে নারীদের ফাইনালে টাঙ্গাইলের মেয়েরা ২২-১৯ পয়েন্টে হারিয়েছে জামালপুরকে।

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নশীপে সবকটি ম্যাচ। পুরুষ বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে টাঙ্গাইল ও ময়মনসিংহের মধ্যে। শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল চরমে। এক পর্যায়ে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় টাঙ্গাইল।

অন্যদিকে নারী বিভাগের ফাইনাল ম্যাচে জামালপুরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল টাঙ্গাইল। এই ম্যাচেও উত্তেজনা কম ছিল না। তবে শেষ পর্যন্ত জামালপুরকে পেছনে ফেলে শিরোপা জয়ের উল্লাসে মাতে টাঙ্গাইলের মেয়েরা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল হক, কোষাধ্যক্ষ মনির হোসেন এবং সদস্য মাসুদুর রহমান চুন্নু।

গত ২২ আগস্ট পুরুষ বিভাগে ৭টি এবং নারী বিভাগে ৬টি দল নিয়ে শুরু হয় ব্রহ্মপুত্র জোনের খেলা। এর আগে বগুড়ায় পদ্মা জোন ও রংপুরে তিস্তা জোনের খেলা শেষ হয়েছে। এরপর কাবাডি চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের খেলা অনুষ্ঠিত হবে যশোরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০