ব্রহ্মপুত্র জোনে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন স্বাগতিক টাঙ্গাইল

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:০৪

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের  ব্রহ্মপুত্র জোনে দ্বিমুকুট জিতেছে স্বাগতিক টাঙ্গাইল। 

রোববার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। 

পুরুষদের ফাইনালে টাঙ্গাইল ২৯-২৭ পয়েন্টে হারিয়েছে ময়মনসিংহকে। অন্যদিকে নারীদের ফাইনালে টাঙ্গাইলের মেয়েরা ২২-১৯ পয়েন্টে হারিয়েছে জামালপুরকে।

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নশীপে সবকটি ম্যাচ। পুরুষ বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে টাঙ্গাইল ও ময়মনসিংহের মধ্যে। শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল চরমে। এক পর্যায়ে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় টাঙ্গাইল।

অন্যদিকে নারী বিভাগের ফাইনাল ম্যাচে জামালপুরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল টাঙ্গাইল। এই ম্যাচেও উত্তেজনা কম ছিল না। তবে শেষ পর্যন্ত জামালপুরকে পেছনে ফেলে শিরোপা জয়ের উল্লাসে মাতে টাঙ্গাইলের মেয়েরা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল হক, কোষাধ্যক্ষ মনির হোসেন এবং সদস্য মাসুদুর রহমান চুন্নু।

গত ২২ আগস্ট পুরুষ বিভাগে ৭টি এবং নারী বিভাগে ৬টি দল নিয়ে শুরু হয় ব্রহ্মপুত্র জোনের খেলা। এর আগে বগুড়ায় পদ্মা জোন ও রংপুরে তিস্তা জোনের খেলা শেষ হয়েছে। এরপর কাবাডি চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের খেলা অনুষ্ঠিত হবে যশোরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০