রুপসা জোনের ফাইনালে খুলনা ও সাতক্ষীরা, নারী বিভাগে ঝিনাইদহ ও নড়াইল

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:০৭
ছবি : বাসস

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের ফাইনাল নিশ্চিত করেছে সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ এবং নড়াইল। পুরুষ বিভাগের ফাইনালে লড়বে সাতক্ষীরা ও খুলনা। অন্যদিকে নারী বিভাগে শিরোপার জন্য মুখোমুখি হবে ঝিনাইদহ ও নড়াইল। আগামীকাল এই দুই বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

যশোর জিমন্যেশিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা দুর্দান্ত খেলে ৪৩-২৫ পয়েন্টের ব্যবধানে হারায় নড়াইলকে। দ্বিতীয় সেমিফাইনালে খুলনা ৩৩-২৯ পয়েন্টে স্বাগতিক যশোরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

নারী বিভাগের সেমিফাইনালগুলো ছিল আরও একতরফা। প্রথম সেমিফাইনালে ঝিনাইদহ ৬২-১৬ পয়েন্টের বিশাল ব্যবধানে স্বাগতিক যশোরকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল ৬৪-৭ পয়েন্টে কুষ্টিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে।

এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ পুরো দেশকে আটটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে। রুপসা জোনের আগে পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র জোনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলোকে নিয়ে আন্ত:জেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০