ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : হবিগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাট উপজেলা দল।
আজ অনুষ্ঠিত ফাইনালে চুনারুঘাট উপজেলা ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়েছে হবিগঞ্জ সদর উপজেলাকে।
ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
তিনি বলেন, ‘ফুটবলের প্রতি যুব সমাজের অনেক আকর্ষণ রয়েছে। ক্রীড়ার আকর্ষণ হাজারো মাদকের চেয়ে বেশি। তাই আমাদের খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে বিনোদন দিতে হবে। আমাদের একটাই প্রত্যাশা মাদককে না বলুন, কিশোর গ্যাংকে না বলুন।’
তিনি আরও বলেন, ‘আজকে প্রমাণ হয়েছে দেশের ক্রীড়ামোদীরা জেগেছে। আগামীর বাংলাদেশ হবে আধুনিক, সকল প্রকার মাদক ও দুর্নীতিমুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ।’
জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, সিভিল সার্জন রত্মদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মুশফিক আহমেদ।
১০ দলের অংশগ্রহণে গত ৩ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়।