হবিগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন চুনারুঘাট উপজেলা

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৭

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : হবিগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে  চুনারুঘাট উপজেলা দল। 

আজ অনুষ্ঠিত ফাইনালে চুনারুঘাট উপজেলা ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়েছে হবিগঞ্জ সদর উপজেলাকে। 
ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। 

তিনি বলেন, ‘ফুটবলের প্রতি যুব সমাজের অনেক আকর্ষণ রয়েছে। ক্রীড়ার আকর্ষণ হাজারো মাদকের চেয়ে বেশি। তাই আমাদের খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে বিনোদন দিতে হবে। আমাদের একটাই প্রত্যাশা মাদককে না বলুন, কিশোর গ্যাংকে না বলুন।’

তিনি আরও বলেন, ‘আজকে প্রমাণ হয়েছে দেশের ক্রীড়ামোদীরা জেগেছে। আগামীর বাংলাদেশ হবে আধুনিক, সকল প্রকার মাদক ও দুর্নীতিমুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ।’ 

জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, সিভিল সার্জন রত্মদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মুশফিক আহমেদ। 

১০ দলের অংশগ্রহণে গত ৩ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০