জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে নীলফামারী চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭ আপডেট: : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে নীলফামারী চ্যাম্পিয়ন। ছবি : বাসস

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :‘জাতীয় চ্যাম্পিয়নশিপ’ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী ফুটবল দল। 

আজ বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নীলফামারী ৪-০ গোলে হারায় পঞ্চগড় ফুটবল দলকে।

ফাইনালে দুই গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নীলফামারীর আলিফ নুর। এছাড়া বিজয়ী দলের মোরসালিন ও মুজিবুর রহমান একটি করে গোল করেন। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, পঞ্চগড় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন আজাদ।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হোসেন জানান, চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। 

তারুণ্যের উৎসব ঘিরে ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০