জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে নীলফামারী চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭ আপডেট: : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে নীলফামারী চ্যাম্পিয়ন। ছবি : বাসস

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :‘জাতীয় চ্যাম্পিয়নশিপ’ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী ফুটবল দল। 

আজ বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নীলফামারী ৪-০ গোলে হারায় পঞ্চগড় ফুটবল দলকে।

ফাইনালে দুই গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নীলফামারীর আলিফ নুর। এছাড়া বিজয়ী দলের মোরসালিন ও মুজিবুর রহমান একটি করে গোল করেন। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, পঞ্চগড় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন আজাদ।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হোসেন জানান, চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। 

তারুণ্যের উৎসব ঘিরে ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০