সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭
ছবি : বাসস

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের হলরুমে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দিনব্যাপী নক আউট পদ্ধতিতে দাবা প্রতিযোগিতা  শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহি  জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন বালক ও ১৮ জন বালিকাসহ মোট ৪৪ জন এ প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী নকআউট পদ্ধতিতে এই দাবা প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

বালক বিভাগে প্রথম হয় ভিক্টোরিয়া হাই স্কুলের ইশতিয়াক আহমেদ জিসান, দ্বিতীয় হয় যুবরাজ মালাকার এবং তৃতীয় হয় পাইকপাড়া মডেল হাই স্কুলে মো. জাকারিয়া হোসেন।

বালিকা বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে- হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের উমা রানী সূত্রধর ও রিয়া রানী সূত্রধর এবং তৃতীয় হয় ভিক্টোরিয়া হাই স্কুলের নাদিয়া জান্নাত।

খেলা পরিচালনা করেন করেন হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রাশেদুল হাসান ও কাওছার আহমেদ।

বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। 

জেলা ক্রীড়া  অফিসার মো. নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান ও ছাত্র প্রতিনিধি সজীব সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআরইউ সদস্যদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে : ড. আনিসুজ্জামান চৌধুরী
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
ইয়েমেনে হোদেইদা বন্দরে হুথিদের স্থাপনায় ইসরাইলি হামলা
কেনিয়ায় এক নারী হত্যা মামলায় ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের নির্দেশ
অভিনেত্রী বনশ্রী আর নেই
এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন : তারেক রহমান
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
১০