বান্দরবানে জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪

বান্দরবান, ১৮ সেপ্টেম্বর ২০২৫ : দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫।

বুধবার বিকেলে জাতীয় চ্যাম্পিয়নশিপে বান্দরবান জেলা দল বনাম ফেনী জেলা দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 

বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ রেজার সভাপতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সম্মিলিত ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারি থুইসিং প্রু লুবু।

উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ভাবে শেষ হয়। 

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এ দেশের ৬৪ জেলার দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার প্রথম দুটি ধাপ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ৬৪ দল থেকে ৩২ দল, এরপর ১৬ দল নির্ধারিত হবে। চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেদারল্যান্ডসের নির্বাচনে জয়ের পথে মধ্যপন্থী দল ডি৬৬: স্থানীয় সংবাদ সংস্থা
কানাডার প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন সি চিনপিং
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি
পাচারকালে লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ রাসায়নিক সার উদ্ধার
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে ছড়াচ্ছে জামায়াতের কর্মসূচির ভিডিও : রিউমার স্ক্যানার
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
বগুড়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে : তামিম ইকবাল
ব্লাড ক্যান্সারে মারা গেছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন
টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ কোস্ট গার্ডের
ভোটের নামে জনগণের সঙ্গে কেউ প্রহসনের সুযোগ পাবে না : এটর্নি জেনারেল ‎
১০