বান্দরবানে জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪

বান্দরবান, ১৮ সেপ্টেম্বর ২০২৫ : দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫।

বুধবার বিকেলে জাতীয় চ্যাম্পিয়নশিপে বান্দরবান জেলা দল বনাম ফেনী জেলা দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 

বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ রেজার সভাপতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সম্মিলিত ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারি থুইসিং প্রু লুবু।

উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ভাবে শেষ হয়। 

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এ দেশের ৬৪ জেলার দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার প্রথম দুটি ধাপ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ৬৪ দল থেকে ৩২ দল, এরপর ১৬ দল নির্ধারিত হবে। চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০