বান্দরবানে জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪

বান্দরবান, ১৮ সেপ্টেম্বর ২০২৫ : দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫।

বুধবার বিকেলে জাতীয় চ্যাম্পিয়নশিপে বান্দরবান জেলা দল বনাম ফেনী জেলা দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 

বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ রেজার সভাপতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সম্মিলিত ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারি থুইসিং প্রু লুবু।

উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ভাবে শেষ হয়। 

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এ দেশের ৬৪ জেলার দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার প্রথম দুটি ধাপ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ৬৪ দল থেকে ৩২ দল, এরপর ১৬ দল নির্ধারিত হবে। চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
১০