তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:৪৪

সাতক্ষীরা, ১২ অক্টোবর ২০২৫ (বাসস) : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় রোববার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন, সদর সহকারি কমিশনার (ভূমি) মো: বদরুদ্দোজা, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু।

দ্বিতীয় পর্বের খেলায় অংশ গ্রহন করে সাতক্ষীরা জেলা ফুটবল দল বনাম বরিশাল জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধের কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়েও কোন দল গোলের দেখা পায়নি। ফলে খেলাটি গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৩-২ গোলে বরিশালকে পরাজিত করে দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা দল জয় লাভ করে।

টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
১০