তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:৪৪

সাতক্ষীরা, ১২ অক্টোবর ২০২৫ (বাসস) : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় রোববার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন, সদর সহকারি কমিশনার (ভূমি) মো: বদরুদ্দোজা, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু।

দ্বিতীয় পর্বের খেলায় অংশ গ্রহন করে সাতক্ষীরা জেলা ফুটবল দল বনাম বরিশাল জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধের কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়েও কোন দল গোলের দেখা পায়নি। ফলে খেলাটি গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৩-২ গোলে বরিশালকে পরাজিত করে দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা দল জয় লাভ করে।

টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান
রাজনৈতিক অঙ্গনে চিন্তাধারার পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য : মজিবুর রহমান মঞ্জু
আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা
বইমেলা নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে পুস্তক প্রকাশনী সংস্থার বৈঠক
রাজধানীতে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় জরিমানা: ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ
অর্থপাচার প্রতিরোধে সক্ষমতা জোরদারে বিএসইসি ও সিএসই’র কর্মশালা
টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: কৃষি সচিব
১০