তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জে অলিম্পিয়াড প্রতিযোগিতা 

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:২৩
শিবগঞ্জে অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত । ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এই প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার মোট ২ হাজার ৫৯৭ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ২ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিতসহ বিভিন্ন বিষয়ে এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিগগির ফলাফল প্রকাশ করে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও স্কুলব্যাগ বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক রতনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারত-চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
নওগাঁয় কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ
জ্যামাইকা ও হিস্পানিওলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মেলিসা 
উদ্ভাবন, উদ্যোক্তা ও নেতৃত্বে এগিয়ে আসতে হবে তরুণদের: শিক্ষা উপদেষ্টা
তুরস্ক থেকে সব বাহিনী উত্তর ইরাকে প্রত্যাহারের ঘোষণা কুর্দি পিকেকে’র
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
কমলা হ্যারিস ফের হোয়াইট হাউসের দৌড়ে নামতে পারেন
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল সাময়িক বন্ধ 
১০