বাসস
  ০১ জানুয়ারি ২০২৫, ১২:২৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজা থেকে ৫৫ রোগীকে আরব আমিরাতে নিয়ে গেছে

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে, তারা গাজা থেকে ৫৫ জন রোগী এবং ৭২ জন স্বাস্থ্যকর্মীকে বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়ার জন্য মঙ্গলবার ইউনাইটেড আরব আমিরাতে নিয়ে গেছে, খবর এএফপি’র। 

এইসব রোগী ক্যান্সার, হৃদরোগ, চোখের সমস্যা, আঘাতজনিত ট্রমা, রক্তের দূষণ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অটোইমিউন এবং চর্মরোগে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছে, ১২০০০ এর বেশি রোগীকে চিকিৎসার জন্য গাজা থেকে অন্যত্র স্থানান্তর করা প্রয়োজন।