যুক্তরাজ্যে আকস্মিক বন্যা

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ আপডেট: : ০২ জানুয়ারি ২০২৫, ১০:০২

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানি বন্দি হয়ে পড়েছে কয়েকটি শহরের বাসিন্দা। আকস্মিক বন্যা মোকাবেলায় কর্তৃপক্ষ ‘হলুদ সতর্কতা’ জারি করেছে।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে সুপেয় পানির মারাত্মক সংকট। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুত সংযোগ। বিভিন্ন সড়কে পার্কিং করা গাড়িও তলিয়ে গেছে বন্যার পানিতে। এই অবস্থায় বছরের প্রথম দিনই চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

এদিকে ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, কিছু কিছু এলাকায় বহুতল ভবনগুলোর প্রথম তলা পানিতে ডুবে গেছে। ভবনগুলোর বাসিন্দারা প্রয়োজনীয় জিনিস পত্র আনার জন্য বাসা থেকেও বের হতে পারছেন না। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় বাইরে যাওয়া-আসা বন্ধ হয়ে গেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অলি গলি ঘুরে বন্যার পানি নিষ্কাশনের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। বন্যার কারণে ম্যানচেস্টার বিমানবন্দর ও রেল স্টেশন বন্ধ রয়েছে। বন্যায় আটকে পড়াদের জন্য নৌকায় করে সুপেয় পানি পৌঁছে দেওয়া হচ্ছে।

আবহাওয়া অফিস বলেছে, ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় গত দুই দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা একমাসের বৃষ্টিপাতের সমান। এই বৃষ্টিপাত আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।

এদিকে ইংল্যান্ডের প্রায় ১শ’ এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। জারি করা হয়েছে ‘হলুদ সতর্কতা’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
আবদুল্লাহ আল নোমান  ছিলেন চট্টগ্রামের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. শাহাদাত হোসেন 
বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের
রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসছেন না জেলেনস্কি
ত্রিপোলিতে সহিংসতা: তুরস্কের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি
ত্রিপোলির সহিংসতা নিয়ে ‘উদ্বিগ্ন’ জাতিসংঘ
পোপ লিওর অভিষেক ম্যাসে যোগ দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট: হোয়াইট হাউস
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৭৮৯
১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
সিইসির কাছে নিজেকে খুলনার মেয়র ঘোষণার দাবি নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুশফিক 
১০