দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট গ্রেপ্তার প্রতিরোধ করছেন

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:৫২

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার ব্যর্থ সামরিক আইন জারির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কর্তৃপক্ষের সাথে ‘লড়াই’ করার অঙ্গীকার করার পর বৃহস্পতিবার তৃতীয় দিনের জন্য গ্রেপ্তার প্রতিরোধ করছেন। সিউল থেকে এএফপি এখবর জানায়।

বিপর্যস্ত নেতা ৩ ডিসেম্বর একটি বিভ্রান্তিকর ঘোষণা জারি করেন, যা তাকে অভিশংসনের দিকে নিয়ে যায় এবং তাকে গ্রেপ্তার, কারাদণ্ড বা সবচেয়ে খারাপভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি করে।

তখন থেকে ইউনের সমর্থক এবং বিরোধীরা তার আবাসস্থল প্রেসিডেন্টের বাসভবনের বাইরে শিবির স্থাপন করে অবস্থান করছে এবং তার নিরাপত্তা দলের সদস্যরা নাটকীয় অবস্থান নিয়ে পুলিশের অভিযানকে বাধাগ্রস্ত করছে।

ইউনের পতন হয়েছে কিন্তু সঙ্কট আরো ঘনিভূত হয়েছে। আগামী ৬ জানুয়ারি তার বিরুদ্ধে জারিকৃত ওয়ারেন্টের মেয়াদ শেষ হবে।

তার আইনজীবী ইউন কাব-কেউন এএফপিকে নিশ্চিত করেছেন যে তিনি প্রতিবাদকারীদের প্রতি দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘অভ্যন্তরীণ এবং বহিরাগত শক্তি এবং রাষ্ট্রবিরোধী উপাদানের কার্যকলাপের কারণে বর্তমানে  কোরিয়া প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব বিপদের হুমকির মধ্যে রয়েছে।  

বুধবার সন্ধ্যায় তিনি একটি ইউটিউব লাইভ স্ট্রিমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমি এই জাতিকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

তার আইনজীবী এএফপিকে নিশ্চিত করেছেন যে, অভিশংসিত নেতা রাজধানী সিউলে রয়েছেন।

বিরোধী আইন প্রণেতারা ইউনের বার্তাটিকে উস্কানিমূলক বলে নিন্দা করেছে, ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র জো সিউং-লে একে ‘বিভ্রান্তিমূলক’ বলে অভিহিত করেন এবং তার বিরুদ্ধে সংঘর্ষের উসকানি দেওয়ার চেষ্টা করার অভিযোগ করেছেন।

ইউনের আইনজীবীরা ওয়ারেন্টটি বাতিল করতে একটি নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছে এবং বুধবার তারা দাবি করেছে যে তাকে গ্রেপ্তারের আদেশ ‘বেআইনি এবং অবৈধ’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০