মন্টিনিগ্রোতে গুলিতে নিহত ১০

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ ইউরোপের মন্টিনিগ্রোতে গতকাল বুধবার একজন বন্দুকধারীর গুলি বর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। মন্টিনিগ্রো থেকে এএফপি এ খবর জানায়।

দেশটির পুলিশ প্রধান লাজার সিপানোভিক জানিয়েছেন, ৪৫ বছর বয়সি অস্ত্রধারী নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

সিপানোভিক আরো বলেন, খুনী ঘটনার আগে দিনভর মদ খেয়েছিলেন। হোটেলে তিনি প্রথমে একজনের সাথে বিবাদে জড়ান। তারপর বাড়ি ফিরে গিয়ে অস্ত্র নিয়ে ফিরে এসে ঐ হোটেলের চারজনকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তিনি আরো তিনটি স্থানে হত্যাযজ্ঞ চালান।    

দক্ষিণ মন্টিনিগ্রোর সিটিনজি শহরের কাছের এক গ্রামে গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ১০ জনের মধ্যে ১৩ বছর বয়সি দু’টি শিশু রয়েছে। চারজন এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। যাদেরকে রাজধানী পোডগোরিকাতে পাঠানো হয়েছে।  

ক্রোয়েশিয়ার প্রতিবেশী রাষ্ট্র মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ বলেন, অস্ত্রধারী তার নিজ পরিবারের সদস্যদেরও হত্যা করেছে।

আজ বৃহস্পতিবার থেকে ১৩ হাজার ৮১২ বর্গ কিলোমিটার আয়তনের ছোট দেশটিতে তিনদিনের জাতীয় শোক পালিত হবে।

দেশটির প্রেসিডেন্ট জ্যাকব মিলাটোভিক বলেছেন, এই ঘটনায় তিনি ব্যথিত এবং মর্মাহত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাট লিচুর বাজারে সরবরাহ কম, দাম বেশি
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন ও সদস্য পদ নবায়নে বগুড়া বিএনপির সভা
গাজীপুরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন
আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণের উদ্দেশ্যে  চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’
খুলনায় বিভাগীয় চাল সংগ্রহ মনিটরিং সভা অনুষ্ঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬৫ জন হাসপাতালে ভর্তি
জাতিসংঘ-বাংলাদেশ টেকসই উন্নয়নে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত
ইশরাক হোসেনের ব্যাপারে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠি
এমআরটি লাইন-১ এর ইউটিলিটি নর্দা থেকে বিমানবন্দর স্টেশনে স্থানান্তর
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক বিডিআরের ২৭ সদস্যের মুক্তি
১০