মন্টিনিগ্রোতে গুলিতে নিহত ১০

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ ইউরোপের মন্টিনিগ্রোতে গতকাল বুধবার একজন বন্দুকধারীর গুলি বর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। মন্টিনিগ্রো থেকে এএফপি এ খবর জানায়।

দেশটির পুলিশ প্রধান লাজার সিপানোভিক জানিয়েছেন, ৪৫ বছর বয়সি অস্ত্রধারী নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

সিপানোভিক আরো বলেন, খুনী ঘটনার আগে দিনভর মদ খেয়েছিলেন। হোটেলে তিনি প্রথমে একজনের সাথে বিবাদে জড়ান। তারপর বাড়ি ফিরে গিয়ে অস্ত্র নিয়ে ফিরে এসে ঐ হোটেলের চারজনকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তিনি আরো তিনটি স্থানে হত্যাযজ্ঞ চালান।    

দক্ষিণ মন্টিনিগ্রোর সিটিনজি শহরের কাছের এক গ্রামে গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ১০ জনের মধ্যে ১৩ বছর বয়সি দু’টি শিশু রয়েছে। চারজন এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। যাদেরকে রাজধানী পোডগোরিকাতে পাঠানো হয়েছে।  

ক্রোয়েশিয়ার প্রতিবেশী রাষ্ট্র মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ বলেন, অস্ত্রধারী তার নিজ পরিবারের সদস্যদেরও হত্যা করেছে।

আজ বৃহস্পতিবার থেকে ১৩ হাজার ৮১২ বর্গ কিলোমিটার আয়তনের ছোট দেশটিতে তিনদিনের জাতীয় শোক পালিত হবে।

দেশটির প্রেসিডেন্ট জ্যাকব মিলাটোভিক বলেছেন, এই ঘটনায় তিনি ব্যথিত এবং মর্মাহত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০