মন্টিনিগ্রোতে গুলিতে নিহত ১০

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ ইউরোপের মন্টিনিগ্রোতে গতকাল বুধবার একজন বন্দুকধারীর গুলি বর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। মন্টিনিগ্রো থেকে এএফপি এ খবর জানায়।

দেশটির পুলিশ প্রধান লাজার সিপানোভিক জানিয়েছেন, ৪৫ বছর বয়সি অস্ত্রধারী নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

সিপানোভিক আরো বলেন, খুনী ঘটনার আগে দিনভর মদ খেয়েছিলেন। হোটেলে তিনি প্রথমে একজনের সাথে বিবাদে জড়ান। তারপর বাড়ি ফিরে গিয়ে অস্ত্র নিয়ে ফিরে এসে ঐ হোটেলের চারজনকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তিনি আরো তিনটি স্থানে হত্যাযজ্ঞ চালান।    

দক্ষিণ মন্টিনিগ্রোর সিটিনজি শহরের কাছের এক গ্রামে গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ১০ জনের মধ্যে ১৩ বছর বয়সি দু’টি শিশু রয়েছে। চারজন এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। যাদেরকে রাজধানী পোডগোরিকাতে পাঠানো হয়েছে।  

ক্রোয়েশিয়ার প্রতিবেশী রাষ্ট্র মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ বলেন, অস্ত্রধারী তার নিজ পরিবারের সদস্যদেরও হত্যা করেছে।

আজ বৃহস্পতিবার থেকে ১৩ হাজার ৮১২ বর্গ কিলোমিটার আয়তনের ছোট দেশটিতে তিনদিনের জাতীয় শোক পালিত হবে।

দেশটির প্রেসিডেন্ট জ্যাকব মিলাটোভিক বলেছেন, এই ঘটনায় তিনি ব্যথিত এবং মর্মাহত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০