মন্টিনিগ্রোতে গুলিতে নিহত ১০

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ ইউরোপের মন্টিনিগ্রোতে গতকাল বুধবার একজন বন্দুকধারীর গুলি বর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। মন্টিনিগ্রো থেকে এএফপি এ খবর জানায়।

দেশটির পুলিশ প্রধান লাজার সিপানোভিক জানিয়েছেন, ৪৫ বছর বয়সি অস্ত্রধারী নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

সিপানোভিক আরো বলেন, খুনী ঘটনার আগে দিনভর মদ খেয়েছিলেন। হোটেলে তিনি প্রথমে একজনের সাথে বিবাদে জড়ান। তারপর বাড়ি ফিরে গিয়ে অস্ত্র নিয়ে ফিরে এসে ঐ হোটেলের চারজনকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তিনি আরো তিনটি স্থানে হত্যাযজ্ঞ চালান।    

দক্ষিণ মন্টিনিগ্রোর সিটিনজি শহরের কাছের এক গ্রামে গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ১০ জনের মধ্যে ১৩ বছর বয়সি দু’টি শিশু রয়েছে। চারজন এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। যাদেরকে রাজধানী পোডগোরিকাতে পাঠানো হয়েছে।  

ক্রোয়েশিয়ার প্রতিবেশী রাষ্ট্র মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ বলেন, অস্ত্রধারী তার নিজ পরিবারের সদস্যদেরও হত্যা করেছে।

আজ বৃহস্পতিবার থেকে ১৩ হাজার ৮১২ বর্গ কিলোমিটার আয়তনের ছোট দেশটিতে তিনদিনের জাতীয় শোক পালিত হবে।

দেশটির প্রেসিডেন্ট জ্যাকব মিলাটোভিক বলেছেন, এই ঘটনায় তিনি ব্যথিত এবং মর্মাহত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
সাভারের সর্বত্র ছিল থমথমে পরিস্থিতি
১০