মন্টিনিগ্রোতে গুলিতে নিহত ১০

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ ইউরোপের মন্টিনিগ্রোতে গতকাল বুধবার একজন বন্দুকধারীর গুলি বর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। মন্টিনিগ্রো থেকে এএফপি এ খবর জানায়।

দেশটির পুলিশ প্রধান লাজার সিপানোভিক জানিয়েছেন, ৪৫ বছর বয়সি অস্ত্রধারী নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

সিপানোভিক আরো বলেন, খুনী ঘটনার আগে দিনভর মদ খেয়েছিলেন। হোটেলে তিনি প্রথমে একজনের সাথে বিবাদে জড়ান। তারপর বাড়ি ফিরে গিয়ে অস্ত্র নিয়ে ফিরে এসে ঐ হোটেলের চারজনকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তিনি আরো তিনটি স্থানে হত্যাযজ্ঞ চালান।    

দক্ষিণ মন্টিনিগ্রোর সিটিনজি শহরের কাছের এক গ্রামে গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ১০ জনের মধ্যে ১৩ বছর বয়সি দু’টি শিশু রয়েছে। চারজন এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। যাদেরকে রাজধানী পোডগোরিকাতে পাঠানো হয়েছে।  

ক্রোয়েশিয়ার প্রতিবেশী রাষ্ট্র মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ বলেন, অস্ত্রধারী তার নিজ পরিবারের সদস্যদেরও হত্যা করেছে।

আজ বৃহস্পতিবার থেকে ১৩ হাজার ৮১২ বর্গ কিলোমিটার আয়তনের ছোট দেশটিতে তিনদিনের জাতীয় শোক পালিত হবে।

দেশটির প্রেসিডেন্ট জ্যাকব মিলাটোভিক বলেছেন, এই ঘটনায় তিনি ব্যথিত এবং মর্মাহত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপি
ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা
ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা
মোল্লাহাটে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৩ 
ডা. তাহেরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
১০