তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ আপডেট: : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৪
প্রতীকী ছবি

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৩ জনকে।

গত ১ জানুয়ারি বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দুরে প্রায় ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে দু’টি নৌকা ডুবে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা বলেছেন, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকা দু’টি যাত্রা শুরু করেছিল।

নৌকার সব যাত্রী অবৈধভাবে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রীরা সবাই সব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক।

গত বুধবার ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২ হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছে।

আফ্রিকান অধিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে দালালরা তিউনিসিয়ার এই মূল পয়েন্টকে ব্যবহার করে।

গতমাসে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা ইউরোপের দিকে যাত্রা করার সময় দুটি আলাদা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
আবদুল্লাহ আল নোমান  ছিলেন চট্টগ্রামের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. শাহাদাত হোসেন 
বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের
রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসছেন না জেলেনস্কি
ত্রিপোলিতে সহিংসতা: তুরস্কের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি
ত্রিপোলির সহিংসতা নিয়ে ‘উদ্বিগ্ন’ জাতিসংঘ
পোপ লিওর অভিষেক ম্যাসে যোগ দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট: হোয়াইট হাউস
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৭৮৯
১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
১০