তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ আপডেট: : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৪
প্রতীকী ছবি

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৩ জনকে।

গত ১ জানুয়ারি বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দুরে প্রায় ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে দু’টি নৌকা ডুবে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা বলেছেন, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকা দু’টি যাত্রা শুরু করেছিল।

নৌকার সব যাত্রী অবৈধভাবে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রীরা সবাই সব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক।

গত বুধবার ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২ হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছে।

আফ্রিকান অধিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে দালালরা তিউনিসিয়ার এই মূল পয়েন্টকে ব্যবহার করে।

গতমাসে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা ইউরোপের দিকে যাত্রা করার সময় দুটি আলাদা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০