কয়েক বছরের মধ্যে ১০ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করছে মার্কিন ফেড 

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:৫৬

ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস): মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল শুক্রবার কর্মীদের উদ্দেশে এক মেমোতে জানিয়েছেন যে, ব্যাংকটি আগামী কয়েক বছরের মধ্যে তাদের কর্মী সংখ্যা প্রায় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা করছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, এমন এক সময়ে এই ঘোষণা আসলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির মাধ্যমে ফেডারেল সরকারের জনবল ব্যাপকভাবে কমানোর চেষ্টা করছেন। 

ইলন মাস্ক এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘ফেডের জনবল অপ্রয়োজনীয়ভাবে বেশি।’

মার্কিন ফেডারেল রিজার্ভ একটি স্বাধীন সংস্থা, যা কংগ্রেসের বাজেটের উপর নির্ভরশীল নয়। 

এটি মূলত বিভিন্ন ব্যাংককে তত্ত্বাবধায়নের বিনিময়ে তাদের কাছ থেকে নেওয়া ফি ও সরকারি সিকিউরিটিজ থেকে সুদের মাধ্যমে আয় করে থাকে।

মেমোতে পাওয়েল বলেন, এখানে ও অন্যান্য প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যে কোনো প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট সময় পরপর জনবল ও কর্মীদের কাটছাঁট বা অদলবদল করা একটি চমৎকার পদক্ষেপ।

তিনি আরো বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে, ওয়াশিংটনের ফেডারেল রিজার্ভ বোর্ডের জন্য একটি ‘স্বেচ্ছামূলক’ অবসর কর্মসূচি চালু করা হবে। এর ফলে কর্মীরা আগাম অবসর নিতে পারবেন।

সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ফেডে সারাদেশে মোট ২৩ হাজার ৯৫০ জন কর্মী নিয়োজিত ছিল। যার মধ্যে ৩ হাজার জন বোর্ডে ও বাকি ২০ হাজারের বেশি স্টাফ ১২টি রিজার্ভ ব্যাংকে কর্মরত ছিলেন। 

এই তথ্য অনুযায়ী, ১০ শতাংশ কর্মী কমানোর অর্থ প্রায় ২ হাজার ৪০০ কর্মীর চাকরি হারানো।

পাওয়েল বলেন, এই অবসর কর্মসূচি আমাদের কর্মীদের নতুন পেশাগত সুযোগ দেবে এবং আমাদের ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও প্রস্তুত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন
খুলনায় জলবায়ু নীতিতে উপকূলীয় ঐতিহ্য সংরক্ষণের দাবি
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে আইবিএফবি’র গোলটেবিল বৈঠক
১০