আন্তর্জাতিক ‘চাইল্ড ম্যাসেজ’ বাংলা বিভাগের পূর্ণাঙ্গ যাত্রা শুরু

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:০০

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক শিশু নেটওয়ার্ক ‘চাইল্ড ম্যাসেজ’ বাংলা বিভাগ-এর পূর্ণাঙ্গ যাত্রা শুরু হলো। নতুন বছরের শুরুতেই নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ সম্প্রতি এক ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগের ওয়েবসাইট উদ্বোধন করেন।
  
চাইল্ড ম্যাসেজ-এর প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড বাংলাদেশের সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবলু, ভয়েস অব আমেরিকার সিনিয়র সাংবাদিক নাসরিন হুদা বিথি, বিবিসি বাংলা’র সিনিয়র সাংবাদিক রেহানা পারভিন, এএফপি’র সিনিয়র ফটো সাংবাদিক মনির-উজ-জামান প্রমুখ।
 
আল জাজিরা নেটওয়ার্কের সিনিয়র সাংবাদিক ফয়সাল মাহমুদ বলেন, গণমাধ্যমে এখন অনেক ভুয়া খবর ছড়িয়ে পড়ছে যেটা অত্যন্ত ক্ষতিকর। দেশের অনেক বড় বড় মিডিয়া হাউজেও এই প্রবণতা রয়েছে উল্লেখ করে তিনি এই বিষয়ে চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগকে সতর্ক থাকার পরামর্শ দেন। 

কামরুজ্জামান বাবলু বলেন, আমাদের দেশে মেয়েরা এখনো প্রতিনিয়ত অবহেলার স্বীকার হচ্ছে।

এই বিষয়গুলো সামনে আনা খুবই প্রয়োজন। পাশাপাশি শিশুদের অধিকার আদায়ে ডাটাবেজ তৈরি করার আহ্বান জানান তিনি।

নাসরিন হুদা বিথি বলেন, এতো সুন্দর প্লাটফর্মটি তার বাংলা বিভাগ শুধু বাংলাদেশের শিশুদের জন্য তৈরি করেছে এটি খুবই ভলো উদ্যোগ। এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। তিনি চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগের সাথে একযোগে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন।  

সিনিয়র ফটো সাংবাদিক মনির-উজ-জামান বলেন, বাংলাদেশের শিশুদের জন্য করা এই উদ্যোগে সবারই একসঙ্গে কাজ করা উচিৎ। তিনি রিপোর্টিং-এর পাশাপাশি শিশুদের ফটোগ্রাফি প্রশিক্ষণ দেয়ার ও পরামর্শ দেন।
 
বিবিসি বাংলা’র সিনিয়র সাংবাদিক রেহানা পারভিন চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগের নবযাত্রায় অভিনন্দন জানিয়ে বলেন, এই উদ্যোগ আয়োজনে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমাদের দায়িত্ব বেড়ে গেছে। তিনি চাইল্ড ম্যাসেজের সাথে ভবিষ্যতেও যুক্ত থাকবেন বলে আশা প্রকাশ করেন।

ওয়েবসাইট নির্মাতা প্রতিষ্ঠান সোসিও মাইক্রো ফাইন্যান্স ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুইদ খান জানান, চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগের ওয়েবসাইটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ করা হবে। এটি নিখোঁজ শিশুদের জন্য হবে অসাধারণ একটি কাজ৷

চাইল্ড ম্যাসেজ-এর প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, আমরা শিশু সাংবাদিকতাকে বদলে দিতে চাই। পাশাপাশি জাতিসংঘ শিশু অধিকার কনভেনশনের তেরো অনুচ্ছেদ বাস্তবায়নে চাইল্ড ম্যাসেজ তার জোরালো ভুমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।
 
তিনি বলেন, ২০২১ সালে চাইল্ড ম্যাসেজের যাত্রা শুরুর পর থেকে শিশুরা সরাসরি সরকারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীসহ কুটনীতিকদের প্রশ্ন করার সুযোগ যেমন পেয়েছে তেমনি প্রতিটি পর্ব থেকেই গুরুত্বপূর্ণ অর্জন এসেছে। 

তিনি জানান, বিশ্ব শিশুদের একই নেটওয়ার্কের আওতায় এনে তাদের অধিকার সম্পর্কে সচেতনতার পাশাপাশি শিশু অধিকার বাস্তবায়নে কাজ করার লক্ষ্যে ২০২১ সালের ১০ মে বিশ্ব শিশুদের নেটওয়ার্ক ‘চাইল্ড ম্যাসেজ’ যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলা ভাষাভাষি শিশুদের বিষয়টি বিবেচনা করে একই বছর ১০ ডিসেম্বর চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগ চালু করে। কিন্তু বাংলা বিভাগের কার্যক্রম বিশেষ বিশেষ আয়োজনে সীমাবদ্ধ ছিলো। ২০২৫ সালের শুরুতেই চাইল্ড ম্যাসেজ-এর বাংলা বিভাগ আরো বড় পরিসরে কাজ করার লক্ষ্যে নতুন ওয়েবসাইট উন্মোচন করলো।
 
এই ওয়েবসাইটের মাধ্যমে শিশুদের অডিও, ভিডিও ও অনলাইনে কাজ করার প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা তিন ক্যাটাগরিতে নিজেরাই সংবাদ পরিবেশন করবে। জাতীয় ও আন্তর্জাতিক বার্তা সংস্থার সিনিয়র সাংবাদিকরা তাদের প্রশিক্ষণ দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০