ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৪

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দেয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাককে অনুমতি দেয়া হলো।

প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে শোভন কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশ জোরদারে কাজ করবে আইএলও
বিএসসিতে যুক্ত হচ্ছে ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও তিনটি রেকর্ড
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আরও কঠিন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে: আইসিসিবি 
তৃণমূল খেলোয়াড়দের উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট: শামীম
জমকালো আয়োজনে পর্দা উঠলো কাভা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের
মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা
পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটেনের রাজা
আসন্ন ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি  
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর
১০