ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৪

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দেয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাককে অনুমতি দেয়া হলো।

প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তাইবুরের আক্ষেপের দিন লিড নিল রাজশাহী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: জেলায় জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮
গালিব-শুভাগতর নৈপুন্যে প্রথম জয় ময়মনসিংহের
গণহত্যার দায়ে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড ন্যায় বিচারের অনন্ত দৃষ্টান্ত: বাংলাদেশ লেবার পার্টি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
সাতক্ষীরায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপি, এনসিপিসহ ১২টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ বুধবার
১০