লক্ষ্মীপুরে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫২ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৪

লক্ষ্মীপুর, ৪ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলায় ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও চার শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার ভোররাত ৪টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক আমজাদ হোসেন আজিম পৌরসভার ৭নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে। শনিবার দুপুরে তাকে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

আমজাদ হোসেন আজিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিল আজিম।

উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত।

এসময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীকে আসামী করা হয়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তাইবুরের আক্ষেপের দিন লিড নিল রাজশাহী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: জেলায় জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮
গালিব-শুভাগতর নৈপুন্যে প্রথম জয় ময়মনসিংহের
গণহত্যার দায়ে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড ন্যায় বিচারের অনন্ত দৃষ্টান্ত: বাংলাদেশ লেবার পার্টি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
সাতক্ষীরায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপি, এনসিপিসহ ১২টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ বুধবার
১০