লক্ষ্মীপুরে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫২ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৪

লক্ষ্মীপুর, ৪ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলায় ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও চার শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার ভোররাত ৪টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক আমজাদ হোসেন আজিম পৌরসভার ৭নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে। শনিবার দুপুরে তাকে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

আমজাদ হোসেন আজিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিল আজিম।

উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত।

এসময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীকে আসামী করা হয়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএসসিতে যুক্ত হচ্ছে ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও তিনটি রেকর্ড
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আরও কঠিন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে: আইসিসিবি 
তৃণমূল খেলোয়াড়দের উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট: শামীম
জমকালো আয়োজনে পর্দা উঠলো কাভা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের
মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা
পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটেনের রাজা
আসন্ন ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি  
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর
সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা 
১০