অসুস্থ ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মৎস্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯
বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে দেখতে যান উপদেষ্টা। ছবি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে দেখতে যান।

এ সময় ফরিদা আখতার অসুস্থ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে চিকিৎসার ব্যাপারে কথা বলেন। 

চিকিৎসকরা জানান, প্রথম অবস্থায় তার ৬০ লিটার অক্সিজেনের প্রয়োজন হত। বর্তমানে অবস্থার উন্নতি হওয়ায় দুই লিটার অক্সিজেন লাগছে। এই মুহূর্তে ফরিদা পারভীনের অবস্থার উন্নতি হলেও তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত নন। 

পরিদর্শনকালে ইউনির্ভাসেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, বেসরকারি সংস্থা উবিনীগের পরিচালক সীমা দাস সীমু প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি হন ফরিদা পারভীন। বর্তমানে তিনি কেবিনে আছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
কাকরাইলে সেনাবাহিনীর ৫ সদস্য আহত: আইএসপিআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক
ভিপি নূরের ওপর হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
উত্তরায় জিয়ার আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
১০