অবশেষে কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৭:৫১
কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলায় প্রচণ্ড তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি এসেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে জেলা শহরসহ বেশ কয়েকটি উপজেলায় মুসলধারে বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া দেখা গেছে। এ বৃষ্টির পর কিছুটা প্রশান্তি অনুভব করেছেন স্থানীয়রা। তবে, জেলার হাওরাঞ্চলের কৃষকদের ধারণা বৃষ্টির সাথে শিলাবৃষ্টি বা বজ্রপাত হলে বোরো ধান কাটার সমস্যা হবে।

জেলার নিকলি আবহাওয়া অফিসের বেলুন মেকার আলতাফ হোসেন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে কিশোরগঞ্জ জেলায় তাপমাত্রা ছিল অনেক বেশি। সেই সাথে তাপদাহও ছিল কয়েকদিন।

আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা গতকাল সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এছাড়াও তিনি জানান, আগামী শুক্রবার ও শনিবারে জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ তাপদাহের মাধ্যে বৃষ্টির আগমন স্থানীয় খেটে খাওয়া নিম্নআয়ের মানুষদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। তবে, হাওরাঞ্চলের কৃষকরা চিন্তিত রয়েছেন বোরো ধান কাটা নিয়ে। ভারী বৃষ্টিপাত বা শিলা বৃষ্টি শুরু হলে ধান কর্তন এবং মাড়াইয়ে বিপত্তি সৃষ্টি হতে পারে।

নিকলী হাওরের কৃষক হাবিবুর রহমান জানান, এখন ভারী বৃষ্টিপাত বা শিলা বৃষ্টি হলে ধানের উৎপাদন নষ্ট হতে পারে। এতে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
 গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী 
১০