অবশেষে কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৭:৫১
কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলায় প্রচণ্ড তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি এসেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে জেলা শহরসহ বেশ কয়েকটি উপজেলায় মুসলধারে বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া দেখা গেছে। এ বৃষ্টির পর কিছুটা প্রশান্তি অনুভব করেছেন স্থানীয়রা। তবে, জেলার হাওরাঞ্চলের কৃষকদের ধারণা বৃষ্টির সাথে শিলাবৃষ্টি বা বজ্রপাত হলে বোরো ধান কাটার সমস্যা হবে।

জেলার নিকলি আবহাওয়া অফিসের বেলুন মেকার আলতাফ হোসেন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে কিশোরগঞ্জ জেলায় তাপমাত্রা ছিল অনেক বেশি। সেই সাথে তাপদাহও ছিল কয়েকদিন।

আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা গতকাল সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এছাড়াও তিনি জানান, আগামী শুক্রবার ও শনিবারে জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ তাপদাহের মাধ্যে বৃষ্টির আগমন স্থানীয় খেটে খাওয়া নিম্নআয়ের মানুষদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। তবে, হাওরাঞ্চলের কৃষকরা চিন্তিত রয়েছেন বোরো ধান কাটা নিয়ে। ভারী বৃষ্টিপাত বা শিলা বৃষ্টি শুরু হলে ধান কর্তন এবং মাড়াইয়ে বিপত্তি সৃষ্টি হতে পারে।

নিকলী হাওরের কৃষক হাবিবুর রহমান জানান, এখন ভারী বৃষ্টিপাত বা শিলা বৃষ্টি হলে ধানের উৎপাদন নষ্ট হতে পারে। এতে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০