ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার ৪১০ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন শাহজাহানপুর থানার একজন সাব-ইন্সপেক্টর (এসআই)।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার শাহজাহানপুরের মালিবাগে দায়িত্ব পালনকালে শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর আশিকুর রহমান টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন।
পরে ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও দোকানিদের বিষয়টি অবহিত করে টাকাগুলো নিজের কাছে রাখেন।
কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তি থানায় উপস্থিত হয়ে জানান, তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কর্মস্থলে ফেরার পথে তা হারিয়ে ফেলেন।
পরে কাউসার আহম্মেদকে তার হারিয়ে যাওয়া টাকা বুঝিয়ে দেন এসআই আশিক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।