ফেনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩

ফেনী, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সোনাগাজী উপজেলার পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শিশু নুসাইফা আক্তারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়নের চর গণেশ এলাকায় এ ঘটনা ঘটে। নুসাইফা এলাকার ইমাম হোসেনের মেয়ে।

ইমাম হোসেন বলেন, দুপুরে নুসাইফাকে তার মা ঘরের সামনের উঠানে অন্যদের সঙ্গে খেলা করতে দিয়ে পাশে ঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় মায়ের অজান্তে নুসাইফা ঘরের পাশে পুকুরে চলে যায়। কাজ শেষে সাড়া শব্দ না পেয়ে তাকে আশপাশে খুঁজতে থাকে তার মা। 

কোথাও না পেয়ে পরিবারের লোকজন পুকুরে যায়। এসময় নুসাইফাকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতাল থেকে মেয়ের লাশ তারা বাড়িতে নিয়ে যান। বিকেলে পারিবারিক কবরস্থানে নুসাইফার লাশ দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. সাদেকুল করিম বাসসকে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো.বায়েজীদ আকন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে সবাইকে শিশুদের প্রতি যত্নশীল ও সচেতন হতে হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানালো পোল্যান্ডের সেনাবাহিনী
নাইজারের প্রতি আইএস-এর আক্রমণ থেকে নাগরিকদের রক্ষার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
১০