মুন্সীগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ভূমি বিষয়ক পুস্তিকা ‘ভূমিকথা’ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান ও সেবা বিষয়ক পুস্তিকাটি ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এর সভাপতিত্বে পুস্তিকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্লাহ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষিত করার লক্ষ্যে এ পুস্তক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্লাহ জানান, মুন্সীগঞ্জ পৌরসভার অধীন ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভূমিকথা পুস্তকটি বিতরণ করা হয়।
আগামী ২০ সেপ্টেম্বর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।