রাঙ্গামাটি, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রতিভাবান শিল্পীরা উঠে আসবে। অনুষ্ঠান সফল করতে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিসি হাবিব উল্লাহ মারুফ আরও বলেন, রাঙ্গামাটি ছাড়াও খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রতিযোগিরা একসঙ্গে অংশগ্রহণ করবে। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।