গোপালগঞ্জে কুমার নদে নৌকাবাইচে হাজারো মানুষের ঢল

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৬
কুমার নদে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত । ছবি: বাসস

গোপালগঞ্জ, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার কাশিয়ানী উপজেলার হোগলাকান্দিতে কুমার নদে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

হোগলাকান্দি গ্রামের যুবসমাজের আয়োজনে এ প্রতিযোগিতায় ৬টি নৌকা অংশ নেয়। এরমধ্যে যুব এক্সপ্রেস প্রথম হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে কুমার নদের দুপাড়ে হাজারো নারী-পুরুষ ভিড় করেন। দুই দিনব্যাপী এই নৌকাবাইচ গতকাল শুক্রবার বিকেলে শেষ হয়। 

নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা বয়সী মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা, মোবাইল ফোনে নৌকাবাইচের দৃশ্য ধারণ করেন। প্রতিযোগী নৌকাগুলো যখন তাদের বৈঠা দিয়ে জল কেটে এগিয়ে যাচ্ছিল, তখন নদীর দুই পাড় থেকে দর্শকরা করতালি ও স্লোগান দিয়ে তাদের উৎসাহ  দেন।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তিনি বলেন, আজকের এই নৌকাবাইচ প্রতিযোগিতা আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে এনেছে। গ্রামীণ মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বিএনপির পক্ষ থেকে এ ধরনের আয়োজনে পাশে থাকার অঙ্গীকার করছি। সবার সহযোগিতায় আমরা একটি সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে জাগ্রত বাংলাদেশ গড়তে চাই। তিনি এ আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান ।

আয়োজক কমিটির প্রধান গিয়াস উদ্দিন গালিব বলেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমাদের এ আয়োজন। সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সকল অংশগ্রহণকারী ও দর্শকদের অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতেও যেন এই আয়োজন আরও বড় পরিসরে এবং সুসংগঠিতভাবে করা যায় সেই প্রত্যাশা রইল।

প্রবীণ সমাজসেবক আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, বাংলাদেশ প্রতিদিনের  জ্যৈষ্ঠ সহ সম্পাদক মো. সালাহ উদ্দিন রাজ্জাক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম হিটু, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল এবং বাসসের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু
শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন
ইউএপি, ঢাবি ও জার্মান বিশ্ববিদ্যালয়ের যৌথ আন্তর্জাতিক সম্মেলন শুরু
প্রাকৃতিক সম্পদ চুক্তিতে স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা
বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে : মির্জা ফখরুল 
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি জব্দ 
ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : সৈয়দা রিজওয়ানা হাসান
লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা
দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে 
সাতক্ষীরায় আড়াই ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ সচল
১০