গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩ আপডেট: : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫
ঝিনেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

গাইবান্ধা, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় সুবিধাবঞ্চিত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় বল্লমঝাড় ইউনিয়নের ঝিনেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (এসসিআই), বাংলাদেশের আর্থিক সহায়তায় শহরের মরিয়াম চক্ষু হাসপাতাল এই চক্ষু শিবিরের আয়োজন করে। মরিয়াম হাসপাতালের চিকিৎসকদের একটি দল সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত চক্ষু শিবিরে সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা প্রদান করেন। চক্ষু শিবির থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ এবং চশমাও প্রদান করা হয়।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, এ চক্ষু শিবিরে গতকাল একদিনে ৫০০ জন সুবিধাবঞ্চিত শিশু এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এছাড়াও, বেশ কয়েকজন রোগীর রোগ নির্ণয় করা হয়েছে। তাদের ছানি অপারেশনের জন্য রংপুরের মরিয়াম চক্ষু হাসপাতালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তারা জানান, এলাকার প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের চোখের সমস্যা চিহ্নিত করে তাদের চিকিৎসা দেওয়াই ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের মূল লক্ষ্য। যাদের সেবা দেওয়া হয়েছে তারা টাকার বিনিময়ে  চিকিৎসা নিতে সক্ষম নন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৪০
রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
পেরুর সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ 
ইপিআই টিকা কিনতে সরকারের অনুমোদন
বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি লোহানী ও সাধারণ সম্পাদক বকুল
বাগরাম বিমানঘাঁটি ফেরত দিতে আফগানিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের
বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সভা 
শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন বিচার বিভাগের প্রতি ট্রাম্পের আহ্বান
আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
পটুয়াখালীতে গলায় কলা আটকে ৩ বছরের শিশুর মৃত্যু
১০