বাগেরহাট, ২১ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত চারটি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত তানজু শেখ, মায়ারানী হালদার, খাদিজা ও শেখ জামিল আলীর পরিবারকে এ অনুদান দেওয়া হয়।
বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দালালদের বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে জিরো টলারেন্স ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিআরটিএকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হাসান, বিআরটিএ, বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।