বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকার চেক প্রদান 

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩২
সড়ক দুর্ঘটনায় নিহত চারটি পরিবারের মাঝে (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়।ছবি:বাসস

‎বাগেরহাট, ২১ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত চারটি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ গতকাল ‎শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত তানজু শেখ, মায়ারানী হালদার, খাদিজা ও শেখ জামিল আলীর পরিবারকে এ অনুদান দেওয়া হয়।

বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দালালদের বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে জিরো টলারেন্স ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিআরটিএকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হাসান, বিআরটিএ, বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে প্রতারণা, সর্তক থাকার আহ্বান
সকল ধর্মের মর্মবাণী মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম : নৌ পরিবহন উপদেষ্টা
আফগানিস্তান দল থেকে বাদ ফারুকি-নাইব-জানাত
মহানবী (সা.) মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক : ধর্ম উপদেষ্টা 
দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজারে ‘শাঁখা’ কেনার ধুম
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গোৎসব শুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৫১ মামলা
দিনাজপুরে পূজামন্ডপের জন্য ৬৩৭ মেট্রিক টন পাঁচশ’ কেজি চাল বরাদ্দ
শরণখোলায় চালু হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র
তুরাগে পরিবারিক কলহে স্ত্রীকে হত্যা: স্বামীসহ গ্রেফতার ২
১০