চলমান প্রকল্পগুলোতে পিকেএসএফ’কে সহায়তার প্রতিশ্রুতি জাইকা’র

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২২:০৬ আপডেট: : ১৩ মে ২০২৫, ২২:৪৬
ছবি : বাসস

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা তৈরির লক্ষ্যে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

আজ মঙ্গলবার রাজধানীর পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত টেকসই দারিদ্র্য বিমোচনের জন্য অন্তর্ভুক্তিমূলক ঝুঁকি প্রশমন কর্মসূচি (আইআরএমপি) উন্নয়ন প্রকল্পের চতুর্থ যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভায় এ প্রতিশ্রুতি দেয় জাইকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে নিম্ন আয়ের সম্প্রদায়গুলোকে বীমা কভারেজের আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র-বীমা কেবল একটি আর্থিক পণ্য নয়, বরং এটি উন্নয়নের একটি হাতিয়ার। 

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো- মানুষের আয়কে প্রভাবিত করে এমন ঝুঁকি হ্রাস করা। এই ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করে আমরা তাদের নিট আয় টেকসইভাবে বৃদ্ধি করতে সহায়তা করতে পারি।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মানুষের আচরণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বিভিন্ন ধরণের ঝুঁকি কমাতে মানুষকে আচরণ পরিবর্তনে উৎসাহিত করতে নাজিং কৌশল বা তাদের স্বতঃস্ফ’র্ত আগ্রহকে কাজে লাগানোর প্রস্তাব করেন।

এজন্য তিনি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স (এমন একটি শাখা যা ঝুঁকি মূল্যায়ন ও পরিচালনার জন্য গাণিতিক এবং পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে, বিশেষ করে আর্থিক ও বীমা শিল্পে।) সচেতনতা বৃদ্ধি এবং ডেটা ক্যাপচারিংয়ে সক্ষমতা বৃদ্ধিতে জাইকাকে সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

জাইকা’র ঢাকা কার্যালয়ের প্রধান প্রতিনিধির বিশেষ উপদেষ্টা কিয়োশি আমাদা তৃণমূল পর্যায়ে পিকেএসএফের ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতার প্রশংসা করেন।

তিনি বলেন, পিকেএসএফের অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান অমূল্য। জাইকা একসঙ্গে কাজ চালিয়ে যেতে এবং পিকেএসএফের সঙ্গে এগিয়ে যেতে আগ্রহী।

আমাদা আরও বলেন, পিকেএসএফের ক্ষুদ্র-বীমা মডেল অন্যদের জন্য অনুসরণীয় একটি ভালো দৃষ্টান্ত হিসেবে কাজ করতে পারে।

জাপান থেকে জাইকা সদর দপ্তরের লিঙ্গ সমতা ও দারিদ্র্য বিমোচন পরিচালক কোমাহাশি রি ভার্চুয়ালি সভায় যোগদান করেন এবং পিকেএসএফ এবং এর অংশীদার সংস্থাগুলোকে তাদের চমৎকার কাজের জন্য ধন্যবাদ জানান।

তিনি আশা করেন, এ দুর্দান্ত কাজ অব্যাহত থাকবে এবং জাইকা আইআরএমপি উদ্যোগের অধীনে আরও সহযোগিতার জন্য উন্মুখ। তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্কের জন্যও তার ইচ্ছা প্রকাশ করেন।

সভায় আইআরএমপি’র টিম লিডার ইয়োজিরো ফুজিওয়ারা এমন একটি উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, যেখানে পিকেএসএফ এবং এর অংশীদার সংস্থাগুলো কেবল অংশীদার-এজেন্ট মডেল ব্যবহার করার পরিবর্তে টেকসই বীমা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 
সমাপনী বক্তব্যে মো. ফজলুল কাদের বলেন, পিকেএসএফ তার মূল কর্মসূচিগুলোকে শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে। আইআরএমপি’র অভিজ্ঞতা আমাদের উন্নয়ন প্রচেষ্টাকে পরিচালিত করবে।

কাদের বলেন, নিখুঁত কৃষি পদ্ধতিতে জাপানের অভিজ্ঞতা বাংলাদেশে জীবজগৎ ও উদ্ভিদ জগতের পরিবেশের সামঞ্জস্যপূর্ণ কৃষি ব্যবস্থা উন্নত করার মূল চাবিকাঠি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস
১০