পাইলট তৌকিরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি : ছাত্রদল সম্পাদক

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২২:৪৬
ছবি : বাসস

রাজশাহী, ২৪ জুলাই,২০২৫ (বাসস) : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগর আমাদের দেশের এক উদীয়মান তরুণ প্রতিভা ছিলেন। 

তিনি বলেন, তার মতো মেধাবী একজন যুবকের এই করুণ মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, গোটা জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর সপুরা কবরস্থানে পাইলট তৌকির ইসলাম সাগরের কবর জিয়ারত কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, একজন পাইলট হিসেবে তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। কিন্তু সে স্বপ্নই তাকে শেষ করে দিল। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনো সম্ভাবনাময় তরুণের প্রাণ অকালে ঝরে না যায় সে বিষয়ে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ছাত্রদল নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা দোয়া করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক আকবর আলি জ্যাকিসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এ সম উপস্থিত ছিলেন।  এর আগে নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোনের শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
সাভারে চুরি হওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার, গ্রেফতার ২
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর
শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক ‘মুখোমুখি’
মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি
দাদার কবরের পাশে শায়িত হলেন মাইলস্টোন শিক্ষার্থী আয়মান
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার
অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি
ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের
মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী
১০