রাজধানীতে ৬০ কেজি গাঁজা ও পিকআপসহ ছয় মাদক চোরাচালানকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৩৪

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা, গাঁজা পরিবহণ করা একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ ছয় মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ডিবি বিভাগ।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি’র ডিবি-মতিঝিল বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৩২), মো. ইসমাইল হোসেন ওরফে সাজু (৩০), রাকিব মিয়া (২২) ও আব্দুল কুদ্দুচ মন্ডল (৪৮)।

একই দিন রাত ১০টা ৫০ মিনিটে ডিবির অপর একটি দল যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন, মো. সোহাগ হাওলাদার (৪২) ও মো. আব্দুল্লাহ ওরফে উত্তম কুমার (২৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ ও কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০