টঙ্গীতে মাথাবিহীন লাশ উদ্ধার: হত্যাকারীসহ ৩ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৫:৫২

 

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া মাথাবিহীন লাশের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন জনকে গতকাল (শনিবার) দুপুরে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান আজ রবিবার দুপুরে রাজধানীর উত্তরাস্থ র‌্যাব-১ এর প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে আপেল মাহমুদ সাদেক (৪২), সাজ্জাদ হোসেন রনি (২৫) ও শাওন বেগম (৩২)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাছিমপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। এক সময় এর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

পুলিশ এসে ব্যাগ খুলে যুবকের অর্ধগলিত ও মাথাবিহীন লাশ উদ্ধার করে।

পরবর্তীতে জানা যায়, নিহতের নাম অলি মিয়া (৩৫)। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামে।

লে. কর্ণেল আশিকুর রহমান আরও জানান, তদন্ত চলাকালে জানা যায়, নিহত অলি মিয়া সম্প্রতি হত্যাকাণ্ডের মূল হোতা আপেল মাহমুদ সাদেকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে তাকে হত্যা করার পরিকল্পনা করেন আপেল। পূর্ব বিরোধের জেরে এতে যোগ দেন সাজ্জাদ ও আপেলের স্ত্রী শাওন।

বুধবার সকালে পূর্বপরিকল্পিতভাবে অলিকে বাসায় এনে দড়ি ও বেল্ট দিয়ে বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। 

সেদিন লাশ লুকিয়ে রাখলেও শুক্রবার ভোরে লোকসমাগম কম থাকায় ব্যাগে করে লাশ এনে রাস্তায় ফেলে যান তারা।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ নওগাঁয়
বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু
পিবিপ্রবি'র দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর সুষ্ঠু তদন্ত হচ্ছে, অপরাধীদের রেহাই নেই: আইজিপি
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে সমন জারি
সরকারি চাকরিজীবীদের কাজ না করার কোন উপায় নেই:  দুদক চেয়ারম্যান
জাতীয় সংসদ নির্বাচন ফেয়ার ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে : শফিকুল আলম
ঝালকাঠিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
রাজউকের ২০০৯-২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার নির্দেশ
লোহাগড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ আটক ১
১০