ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডাইরেক্টরস-এর সদস্য ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে শনিবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মাহমুদ উল্লাহর মৃত্যুতে তার পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুম মাহমুদ উল্লাহ প্রতিবেশীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান মাহমুদ উল্লাহ মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুম মাহমুদ উল্লাহকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মাহমুদ উল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।