ডিইএব-এর ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:৩৩

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)-এর ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এই ৩৩ জন প্রকৌশলীর মধ্যে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হানিফ। যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন, ইমাম উদ্দিন, আবেদুর রহমান, সাইফুল ইসলাম রনি, মো. সাখাওয়াত হোসেন, খাদুমুল হক সোহেল, মো. সোলায়মান ও মো. সোহেল রানা স্বপন।

সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন কাজী সাখাওয়াত হোসেন।

সদস্যরা হলেন— মো. শফিকুল ইসলাম টিপু, মো. বাচ্চু মিয়া, হুমায়ুন কবির শামীম, জসিম শিকদার রানা, গাজী মো. সেলিম, সৈয়দ রাশেদুল হাসান রেজা, এইচ এম আমিনুর রহমান, এইচ কে মাহমুদ, মাহবুবুর রহমান, রাশেদুল হাসান, মো. শফিউল আজম সোহেল, মো. আশরাফুল হোসেন শাকিল, মো. জুয়েল রানা, মো. শাহাদাত হোসেন সবুজ, মো. বশির উদ্দিন, মো. মাসুদ রানা মানিক, মো. আব্দুল্লাহ আল হামিদ নিরব, মো. শাহাদাত জামিল চৌধুরী লিল্টন, মো. মিজানুজ্জামাল রুবেল, মো. আবু হানিফ, কাজী মো. ইলিয়াস, আসাদুজ্জামান রাহুল ও সেলিমুর রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটিকে পরবর্তী ছয় মাসের মধ্যে সব জেলা ও সার্ভিস সংস্থার কমিটি গঠন করে জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

এছাড়া উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক ও সদস্য সচিব যেকোনো কমিটি গঠন, বর্ধিতকরণ বা বিলুপ্তির সিদ্ধান্ত নিলে তা ২ ও ৩ নম্বর যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর ছাড়া গ্রহণযোগ্য হবে না।

শর্তে আরও বলা হয়, পতিত স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত কোনো সংগঠনের তালিকায় নাম ও ছবি থাকা কিংবা তাদের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণকারী কোনো প্রকৌশলীকে ডিইএব-এর সদস্য করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ
র‌্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বিএনপি
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা
সাক্ষীর জবানবন্দি : রিকশা চালিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক সহকর্মীকে নিয়ে হাসপাতালে যাই
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
চবি, রাবি ও বাকৃবিতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের উদ্বেগ
মুন্সীগঞ্জে আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন শুনানি ১১ সেপ্টেম্বর
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১০