ডা. আমান উল্লাহর পিতার মৃত্যুতে ইউট্যাবের শোক

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৮

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডাইরেক্টরস-এর সদস্য ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর পিতা মাহমুদ উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক শোকবার্তায় বলেন, ‘বিশিষ্ট চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাত দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।’

পেশাগত জীবনে মাহমুদ উল্লাহ রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ও পরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ
র‌্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বিএনপি
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা
সাক্ষীর জবানবন্দি : রিকশা চালিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক সহকর্মীকে নিয়ে হাসপাতালে যাই
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
চবি, রাবি ও বাকৃবিতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের উদ্বেগ
মুন্সীগঞ্জে আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন শুনানি ১১ সেপ্টেম্বর
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১০