ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপিসহ এর সহযোগী সংগঠনের আরও আট নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুর থেকে নীলফামারী-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসাইন পাভেলকে গ্রেফতার করে ডিবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসস’কে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাভেলকে গ্রেফতার করা হয়।
জুলাই আন্দোলন সম্পর্কিত একাধিক মামলায় সাবেক এই এমপি’র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ডিবি’র আরেকটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
তাদের বিরুদ্ধে রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও অর্থায়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে।