বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৫
ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর শান্তিনগর বাজার এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি।
 
গতকাল বৃহস্পতিবার পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সহ-সভাপতি মো. সুমনকে (৩৭) গ্রেফতার করে সিআইডি’র ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি টিম।

পুলিশের সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে। 

বিবৃতিতে আরো বলা হয়, এসময় সুমন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। ওই হামলায় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ২০২৪ তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রমনা মডেল (ডিএমপি) থানায় মামলা দায়ের করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছে, সে ওই হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে দমনমূলক হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল।
 
মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামি ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সিআইডি আদালতের নিকট আসামির রিমান্ড আবেদন করেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৫৮ জন
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর
ঝিনাইদহে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রিটস্কির
বাংলাদেশ ও পাকিস্তান ধর্মীয় প্রতিনিধিদল পাঠাতে একমত
সামোয়ায় নির্বাচনে হেরে গেছে প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমির দল
সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত : ৩৭ আসনে পরিবর্তন, ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব
চীনের ওপর চাপ প্রয়োগে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান বেইজিংয়ের
কাল চট্টগ্রামে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস
১০