বিমানবাহিনীতে ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ ও পোর্টাল উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তরে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিশেষ সেবা প্রদানকারী ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ এবং প্রযুক্তিনির্ভর ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল’ এর উদ্বোধন করা হয়েছে।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুটি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিমানবাহিনী সদর দপ্তরের সচিব শাখা কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অবসর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে আসছে। তবে সময়ের পরিবর্তন ও চাহিদা অনুযায়ী অবসরোত্তর সেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে স্থাপিত হলো ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’। এর মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা পেনশন সংক্রান্ত কার্যক্রম, চিকিৎসা, কল্যাণ, প্রশাসনিক সহায়তাসহ প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজ উপায়ে পেতে সক্ষম হবেন।

একই সঙ্গে বিমানবাহিনী নিজস্ব ব্যবস্থাপনায় চালু করেছে ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল’ নামে একটি ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম। এই পোর্টালে রেজিস্ট্রেশন করার পর লগইন করে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা দেশের যেকোনো স্থান বা বিদেশ থেকে সরাসরি অনলাইনে সেবা নিতে পারবেন। এর মাধ্যমে সশরীরে উপস্থিত না হয়েও বিভিন্ন আবেদন, নথিপত্র, সেবা গ্রহণের অনুরোধ এবং অবসর-পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

পোর্টালটির যথাযথ ব্যবহার শুধু শ্রম ও সময় সাশ্রয়ী করবে না, বরং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিমান বাহিনীর দীর্ঘস্থায়ী যোগাযোগ বজায় রাখতে এবং কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি করতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, কর্মরত কর্মকর্তা এবং বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর ইতিহাসে এই উদ্যোগ একটি নতুন অধ্যায় যোগ করেছে। এটি প্রমাণ করে যে, অবসরপ্রাপ্ত হলেও কর্মকর্তারা বিমানবাহিনীর পরিবার থেকে বিচ্ছিন্ন নন, বরং তাদের কল্যাণে প্রতিষ্ঠান সর্বদা সচেষ্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
চট্টগ্রামে নানা অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা চসিকের
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিজিবির অভিযানে ১৭৭ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৩১ বিলিয়ন ডলার
হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না : হাসনাত আব্দুল্লাহ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ
যেকোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জন গ্রেফতার : উপ-প্রেস সচিব
১০