ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা মহানগর উত্তরের ৩১ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার তাকে গ্রেফতার করেছে সিটিটিসি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
সিটিটিসি সূত্রে জানা য়ায়, গ্রেফতারকৃত শফিকুর রহমান মোহাম্মদপুর থানার একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে জুলাই গণহত্যায় সম্পৃক্ততার একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।