শেষ মুহূর্তের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে উঠে এলো বার্সেলোনা

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৫২

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫ (বাসস) : রোনাল্ড আরাউজোর ইনজুরি টাইমের গোলে শনিবার লা লিগায় জিরোনাকে ২-১ ব্যবধানে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।

বদলী ডিফেন্ডার আরাউজো ম্যাচের ৯৩ মিনিটে গোল করে বার্সেলোনাকে জয় উপহার দেন। এই জয়ে রিয়াল মাদ্রিদের থেকে এক পয়েন্ট উপরে উঠে শীর্ষস্থান দখল করেছে কাতালান জায়ান্টরা। 

এদিকে দিনের আরেক ম্যাচে থিয়াগো আলমাডার গোলে ওসাসুনাকে ১-০ ব্যবধানে পরাজিত করে চতুর্থ স্থান দখল করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। এন্টনির জোড়া গোলে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল বেটিস। 

টানা দুই ম্যাচে পরাজয়ের পর হান্সি ফ্লিকের বার্সেলোনার টেবিলের ১৯তম স্থানে থাকা জিরোনার বিপক্ষে জয় ছিনিয়ে নিতেও কষ্ট হয়েছে। পেড্রি গঞ্জালেজ ম্যাচের শুরুতে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন। ১১ মিনিটে জুলেস কুন্ডে ও ইয়ামালের যৌথ প্রচেষ্টায় মিডফিল্ডার পেড্রি কোনাকুনি শটে বল জালে জড়ান। 

দুই বছর আগে শীর্ষ চারে থেকে লিগ শেষ করা জিরোনাকে ২০ মিনিটে এ্যাক্সেল উইটসেল দুর্দান্ত ওভারহেড কিকে সমতায় ফেরান। এক পয়েন্টে স্বপ্নে বিভোর জিরোনা যখন ম্যাচ শেষের অপেক্ষায় ছিল ঠিক তখনই আরাউজোর গোলে তাদের স্বপ্নভঙ্গ হয়। 

ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমরা আজ নিজেদের সেরাটা খেলতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছি ও গোল আদায় করে নিয়েছি। আগামী ম্যাচের জন্য যা আত্মবিশ্বাস যোগাবে। অন্তত সেই আশা আমরা করতেই পারি।’

উরুর ইনজুরি কাটিয়ে কাল মূল একাদশে ফিরেছিলেন লামিন ইয়ামাল। স্পেনের হয়ে সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে গিয়ে ইনজুরিতে পড়েন ইয়ামাল। এ কারনে সেভিয়ার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া আগের লিগ ম্যাচটিতে ছিলেন না ইয়ামাল। 

তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কিসহ বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে রয়েছে। যে কারনে ফ্লিক ১৭ বছর বয়সী ফরোয়ার্ড টনি ফার্নান্দেজকে কাল অভিষেকের সুযোগ করে দিয়েছেন। 

এদিকে টানা ছয় ম্যাচে অপরাজিত এ্যাথলেটিকো কাল অবশ্য ওসাসুনার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। ৬৯ মিনিটে গ্রীষ্মে দলে আসা আলমাডা দলের পক্ষে জয়সুচক গোলটি করেন। ওসাসুনার জেদী রক্ষনভাগ ভাঙ্গতে বেশ বেগ পেতে হয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যদের। এই জয়ে গোল ব্যবধানে বেটিসকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে এ্যাথলেটিকো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় ফিরছে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা
শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি
পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা
নৌপরিবহন উপদেষ্টা ও চীনের পরিবহন মন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব
১০